নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস পালিত হল ভারতীয় জনতা পার্টির কলকাতার সদর কার্যালয়ে।উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন সদ্য বিজেপিতে আসা বিশিষ্ট সংগীতশিল্পী ঋদ্ধি বন্দোপাধ্যায়, রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। পঞ্চকবির কন্যা ঋদ্ধি বিজেপির সাংস্কৃতিক সেলের অন্যতম সদস্যা।
আরও পড়ুনঃ এলাকায় কো-মর্বিডিটিদের অগ্রাধিকার দিতে চায় কলকাতা পুরসভা
“আমি মারের সাগর পাড়ি দেব”, “আমার ভাঙা পথের রাঙা ধূলায়” গেয়ে শোনান ঋদ্ধি বন্দোপাধ্যায়।
ঋদ্ধি বললেন,” আমরা আজ স্মরণ করলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে তাঁর তিরোধান দিবসে।
আমরা বাংলার সংস্কৃতির যাঁরা প্রাণপুরুষ তাঁদের আদর্শ মাথায় রেখেই পথ চলায় অঙ্গীকারবদ্ধ। কোনও রকমের সাংস্কৃতিক নেপোটিজমের ঊর্ধে উঠে গুণী মানুষের কদর করার এ এক নতুন পথ চলা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584