সিএএ-এনআরসি নয়, আসন্ন বাজেট নিয়ে চিন্তিত গেরুয়াবাহিনী

0
37

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

রাত পোহালেই বাজেট। আর সেই চিন্তাতেই যুবুথুবু মোদি বাহিনী। বিজেপির এক নেতার কথায়, ”সিএএ-এনআরসি-এনপিআর বিক্ষোভের জেরে আমাদের সমর্থন থেকে একটা ভোটও কমবে না।

এই বিক্ষোভে বিরোধীরাও কোনও অতিরিক্ত ভোট পাবে না। ফলে এই বিক্ষোভ নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। আসল চিন্তা হল অর্থনীতি নিয়ে’।”

bharatiya janata party economy big worry caa nrc budget | newsfront.co
চিত্র সৌজন্যঃ অ্যানালিকটিক্স ইন্ডিয়া ম্যাগাজিন

এ প্রসঙ্গে এক সরকারি আধিকারিকও জানান, ‘‘যদি বৃদ্ধির হার না বাড়ে, সেটাই হবে বড় আশঙ্কা’’।

সিএএ-এনআরসি-এনপিআর পরিস্থিতিতে দেশ জুড়ে যে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে গত বছরের ডিসেম্বর থেকে, তা সামাল দিতে খেশারত দিতে হয়েছে মোদি বাহিনীকে। তবে সেই পরিস্থিতি নিয়ে চিন্তিত নন দলের অনেকেই। তাদের চিন্তা দেশের অর্থনীতি।

আরও পড়ুনঃ করোনার সংক্রমণে জারি ‘হেলথ এমার্জেন্সি’, চিনে আটকে পড়া ভারতীয়দের ফেরানো হবে শীঘ্রই

তাই আসন্ন বাজেট নিয়েই চিন্তামগ্ন গেরুয়াবাহিনী। এক বিজেপি নেতা বলেন, ‘‘ব্যবসায়ীমহলের সঙ্গে কথা বলে যা বুঝেছি, তাতে বিনিয়োগের ব্যাপারে তাঁরা অনিচ্ছুক। তাঁরা আশঙ্কায় রয়েছেন’’।

আরও এক বিজেপি নেতার কথায়, ‘‘ব্যবসায়ী মহলের আস্থা বাড়াতে হবে। দেখা যাক, বাজেটে কী হয়’’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here