ভারতী অশান্তি সৃষ্টি করেছে মত তৃণমূলের,কেশপুরকে তৃণমূল কাশ্মীর বানিয়েছে পাল্টা বিজেপি প্রার্থীর

0
46

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Bharti is the creator of Turmoil
নিজস্ব চিত্র

ষষ্ঠ দফায় মাঝ দুপুরেই ধর্ণায় বসে পড়লেন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।
পুলিশ সিজ করে নিল তাঁর দুটি গাড়ি।তারপরেই কেশপুর কালীমন্দিরের চাতালে ধর্ণায় বসেন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার। কিন্তু সেখানেও থাকতে পারলেন না। ঘণ্টা দেড়েক পুলিশ সেখান থেকে তাঁকে এবং তাঁর ইলেকশন এজেন্টকে কেশপুর থানায় নিয়ে গিয়ে বসানো হয়।

Bharti is the creator of Turmoil
নিজস্ব চিত্র

সেখানে বসেই ক্ষুব্ধ ভারতী বলেন,“কেশপুরকে কাশ্মীর বানিয়েছে তৃণমূল।” পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, ঝামেলা ঠেকাতে ভারতীকে কেশপুরের বাইরে বার করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।ভারতীর গাড়ি আটক করা হয় কেশপুর থানার সামনে।

আরও পড়ুনঃ ভারতীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ কমিশনের

ভারতী যে গাড়ি নিয়ে ঘুরছিলেন তার নাকি অনুমতিই নেই।কমিশনও এ কথা জানিয়েছে।গাড়ি আটক করতেই,ভারতী এবং বিজেপি কর্মীরা সোজা চলে যান কেশপুর কালীমন্দিরের চাতালে।সেখানে প্রায় ঘণ্টা দেড়েক বসার পর ওই মন্দির লাগোয়া এলাকায় জমায়েত করে তৃণমূল।

অভিযোগ,পাঁচিলে উঠে ইটবৃষ্টি করেছে শাসক দলের বাহিনী।পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ এসকর্ট করে থানায় নিয়ে যায় ভারতী এবং তাঁর এজেন্টকে।

কেশপুর থানায় বসে ক্ষুব্ধ ভারতী বলেন,“ওরা আমায় এক জায়গায় আটকে রাখতে চাইছে।গোটা কেশপুরকে কাশ্মীরে পরিণত করেছে তৃণমূল।”

পাল্টা তৃণমূলের দাবি, ভারতীই অশান্তির সৃষ্টি করেছেন।যেখানে গিয়েছেন সকাল থেকে,সেখানেই প্ররোচনা ছড়িয়েছেন। পরিস্থিতি সামাল দিতে আরও বাহিনী পাঠানো হচ্ছে সেখানে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here