ফের খল চরিত্রে ভাস্বর, ‘শ্রী কৃষ্ণভক্ত মীরা’-তে ভৈরবনাথ রূপে আসছেন অভিনেতা

0
260

নবনীতা দত্তগুপ্ত,বিনোদন ডেস্কঃ

সাঁই বাবা, বাবা লোকনাথের পর এবার রাজ পুরোহিত ভৈরবনাথের চরিত্রে ভাস্বর চট্টোপাধ্যায়। ভাস্বরের সোশ্যাল মিডিয়া পেজ জানান দিচ্ছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’-তে অভিনয় করছেন তিনি। রাজ পুরোহিত ভৈরবনাথ চরিত্রের নাম।

Bhaswar Chatterjee
ছবি সৌজন্যেঃ ভাস্বরের ফেসবুক

সম্প্রতি নিজের নয়া লুক শেয়ার করেছেন তিনি। তাঁর সাজের লুক অর্থশাস্ত্রবিদ কৌটিল্যের কথা মনে করিয়ে দেয়। ভঙ্গিমাও এক। মুণ্ডিত মস্তকে লম্বা শিখা। কপালে তিলক। পরনে তার লাল পট্টবস্ত্র এবং রুদ্রাক্ষের মালা।
না, চরিত্রের জন্য ন্যাড়া হননি তিনি। আঠা দিয়ে ব্লাডার আটকে মাথা ঢেকে নেওয়া হচ্ছে। এই বিশেষ রকমের রূপসজ্জার জন্য অনেকটা সময় ব্যয় করতে হচ্ছে তাঁকে।

Actor Bhaswar Chatterjee
ছবি সৌজন্যেঃ ভাস্বরের ফেসবুক

ভৈরবনাথ ন্যায় শাস্ত্রে পারদর্শী। প্রতিটি বিধান তাঁর কঠিন-কঠোর। চিতোর রাজ্যে তাঁর ছিল বাস। শাক্ত ধর্মে বিশ্বাসী তিনি। আর তাই মীরার কৃষ্ণ নাম সহ্য করতে পারতেন না। এর ফলে প্রতিহিংসা, ষড়যন্ত্র সবই চলত মীরার বিরুদ্ধে। এমনই এক চরিত্রে এবার বাংলা টেলিভিশনের আইকন ভাস্বর৷ মোদ্দা কথা, আরও একবার নেগেটিভ রোলে আসছেন তিনি।

আরও পড়ুনঃ শ্রীজাত পরিচালিত প্রথম ছবি ‘মানবজমিন’-এ অভিনয় করবেন সৃজিত মুখার্জি

ধারাবাহিকের সম্প্রচারের দিন ক্ষণ এখনও ঘোষণা করেনি চ্যানেল। ছোট মীরাবাঈয়ের চরিত্রে অভিনয় করবেন ‘ভুতু’ ভুতু ধারাবাহিকের আর্শিয়া মুখোপাধ্যায়। এই মুহূর্তে সেই পর্বেরই শুট চলছে। বড় মীরাবাঈয়ের চরিত্রে থাকবেন দেবাদৃতা বসু। এর আগে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জয়ী’-তে জয়ী এবং ‘আলো ছায়া’য় আলোর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল দেবাদৃতাকে। শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করবেন ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকের পরব্ধী সিংহ। এই ধারাবাহিকের প্রযোজনায় সুরিন্দর ফিল্মস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here