নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
প্রথমা কাদম্বিনী’র পর ফের স্টার জলসায় নেগেটিভ রোলে ভাস্বর চট্টোপাধ্যায়। এবার তিনি এক প্রফেসরের ভূমিকায়৷ চরিত্রের নাম রাহুল চ্যাটার্জি। শুটেড বুটেড, আপাদমস্তক এক সুপুরুষ৷ এক কথায় ঠাণ্ডা মাথার ভিলেন হিসেবে দেখা যাবে তাঁকে।
রাহুল শ্রেষ্ঠার বন্ধু৷ একইসঙ্গে কলেজ লাইফে শঙখর রাইভেল। শ্রেষ্ঠা চায় মোহরকে শঙখর জীবন থেকে সরিয়ে দিতে। আর রাহুল চায় শঙখর প্রতি প্রতিশোধ নিতে। সব মিলিয়ে ষড়যন্ত্রের খেলা চলছে ধারাবাহিকে। দুই বন্ধুর উদ্দেশ্য একই দিকে বইছে প্রায়।
রাহুলকে শ্রেষ্ঠা নিয়ে আসে কলেজে পড়াতে। রাহুল শঙখর প্রতি প্রতিশোধ নিতে মরিয়া। আর এই কার্যসিদ্ধি করতে সে মোহরকে হাতিয়ার করতে চায়। মোহরের প্রতি সে একটু বেশিই যত্নশীল হয়ে পড়ে।
আরও পড়ুনঃ বিশিষ্টদের সমাগমে সফল সিমলা ‘A বং পজিটিভ’-এর ‘রংমশাল’
এমনকী তাকে বাড়িতে গাড়ি করে ছেড়েও আসে। আর তা দেখে বেজায় চটে যায় শঙখ। মোহর শঙখকে তার ব্যাপারে মাথা ঘামাতে বারণ করে। দুজনের মধ্যে শুরু হয় ভুল বোঝাবুঝি। দেশ জুড়ে যখন ভোটের গরম হাওয়া বইছে তখন মোহরের কলেজ ভোটে স্টুডেন্ট কাউন্সিলের প্রতিনিধি হয়ে দাঁড়ানোর কথা।
আরও পড়ুনঃ বড় পর্দায় আহমদ ছফার উপন্যাস ‘অলাতচক্র’, মুখ্য নারীর চরিত্রে জয়া আহসান
তা হলে কি এবার শ্রেষ্ঠার উদ্দেশ্য সফল হতে চলেছে? সত্যিই কি এবার মোহর আর শঙ্খের মধ্যে দূরত্ব তৈরি হবে? জানতে হলে রাত ৮ টায় প্রতিদিন দেখুন ‘মোহর’, স্টার জলসায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584