ভাস্বর পরিচালিত শর্টফিল্ম ‘লেটস টক’ মনোনীত হল ব্রিটেনের ‘ফার্স্ট টাইম ফিল্ম মেকার ফেস্টিভ্যাল’-এ

0
90

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

যেমন দক্ষ অভিনেতা, তেমন ভাল গায়ক একইসঙ্গে সুলেখক। কিন্তু তাঁর ভক্তকূলের জানা ছিল কি যে তিনি পরিচালনাতেও পটু? এমনই চমক ভাস্বর চট্টোপাধ্যায়ের ভক্তদের জন্য। ভাস্বর পরিচালিত ‘লেটস টক’ নামের শর্ট ফিল্মটি ব্রিটেনের ‘ফার্স্ট টাইম ফিল্ম মেকার ফেস্টিভ্যাল’-এ মনোনীত হয়েছে। ছবিটি দেখানো হবে ২৬ জুলাই ব্রিটেনের পাইনউড স্টুডিওতে।

Bhaswar Chatterjee
ভাস্বর চট্টোপাধ্যায়। ছবি সৌজন্যেঃ ফেসবুক

ছবির বিষয়ের দিকে তাকালে দেখা যায়, ভার্চুয়াল জগতে মানুষের হারিয়ে যাওয়ার সমস্যাকে দুজন অভিনেতার মধ্য দিয়ে ফুটিয়ে তোলার প্রচেষ্টা করেছেন নবীন পরিচালক ভাস্বর চট্টোপাধ্যায়। শর্ট ফিল্মটি পাঠানো হয়েছে আরও কয়েকটি ফেস্টিভ্যালে।

Let's Talk
ছবি সৌজন্যেঃ ফেসবুক

ছবি বানানোর শখ বহুদিনের, এই সাংবাদিককে এক সাক্ষাতকারে এ কথা নিজেই জানিয়েছিলেন তিনি। শখ পূরণ করলেন। প্রশংসাও পেলেন। লিখেছেন ছোটগল্পের সংকলন ‘বন্ধু’। প্রকাশিত হয়েছে সেই বইটিও। অ্যামাজন কিন্ডলে এসেছে তাঁর লেখা বই ‘মিসেস অরোরা কলিং’।

আরও পড়ুনঃ আসছে ‘সুপার সিঙ্গার- সিজন ৩’, জানা গেল বিচারকমণ্ডলীর নাম

Mrs Arora Calling
ছবি সৌজন্যেঃ ফেসবুক

নিউজ ফ্রন্ট লাইভে এসে নিজের কণ্ঠে বাংলা, কাশ্মীরি এবং তেলুগু গান শুনিয়েছিলেন ভাস্বর। কাশ্মীরি গানের অ্যালবাম বের করার ইচ্ছে আছে অভিনেতার। যে ভাবে একের পর এক চমক দিচ্ছেন তাতে যে কোনও দিনই সেই খবর দিয়ে ফেলতে পারেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here