Tokyo Paralympics: প্যারালিম্পিক্সের সেমিফাইনালে ভারতীয় প্যাডলার ভাবিনা প্যাটেল

0
81

মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ

প্রি-কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল পেরিয়ে এবার সেমিফাইনালে পৌঁছলেন ভারতীয় প্যাডলার ভাবিনা প্যাটেল। ভারতকে পদক জয়ের আশা দেখাচ্ছেন ভাবিনা। মেয়েদের টেবল টেনিসের সিঙ্গলসের ক্লাস ৪-এর সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন তিনি। শনিবার ব্যক্তিগত ইভেন্টের সেমিফাইনালে নামবেন তিনি।

Bhavina patel
ভাবিনা প্যাটেল।ছবি: সংগৃহীত

গতকাল বৃহস্পতিবার গ্রেট ব্রিটেনের মেগান শ্যাকলেটনকে হারিয়ে শেষ আটে উঠেছিলেন ভাবিনা। এরপর আজ, শুক্রবার সকালেই প্রিকোয়ার্টার ফাইনালে ব্রাজিলিয়ান প্রতিপক্ষ জোয়েস দি ওলিভিয়েরাকে ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় প্যাডলার ভাবিনা। এরপর কোয়ার্টার ফাইনালে মাত্র ১৮ মিনাটে ৩-০ ব্যবধানে সার্বিয়ান প্রতিপক্ষ বরিস্লাভা পেরিক র‍্যানকোভিচকে হারালেন ভাবিনা। ম্যাচের ফলাফল ১১-৫, ১১-৬, ১১-৭।

আরও পড়ুনঃ স্বস্তির নিঃশ্বাস নাইট শিবিরে! রিপোর্ট নেগেটিভ, সব প্লেয়ারই উড়ে যাচ্ছেন দুবাই

গতবছর রিও ডি জেনেরিও প্যারালিম্পিক্সে যেখানে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ১৯ জন, সেখানে এবারে টোকিওতে ভারতের প্রতিনিধিত্বের সংখ্যাটা বেড়ে হয়েছে ৫৪। এবার ভারতীয় প্যাডলার ভাবিনা প্যাটেল দেশকে পদক এনে দিতে পারে কিনা সেটাই এখন দেখার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here