নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
রাস্তার উপর থেকে বাইক সরাতে বলায় ভুটভুটি চালকে মারধোর করার অভিযোগ উঠল প্রতিবেশির বিরুদ্ধে। স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় জখম ভুটভুটি চালককে কলকাতা রেফার করা হয়।সোমবার রাতে ইংরেজবাজার থানার কাজিগ্রাম পঞ্চায়েতের বাবুপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।
আরও পড়ুনঃ হেলমেটহীন বাইক আরোহী,দুর্ঘটনায় মৃত্যু
পুলিশ সুত্রে জানা গিয়েছে জখম ব্যাক্তির নাম কৃষ্ণ সিংহ ও স্ত্রী অনিতা সিংহ। কৃষ্ণ সিংহ পেশায় জল বিক্রেতা। তার তিন ছেলেমেয়ে।জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় জল বিক্রি করে বাড়ি ফিরছিল কৃষ্ণ সিংহ।গ্রামের মধ্যে রাস্তার উপর প্রতিবেশী সুবোধ মন্ডল একটি বাইক রেখে দেয়।ভুটভুটি ঢোকাতে সমস্যা হওয়ায় বাইকটি সরাতে বলে। এই নিয়ে কৃষ্ণর সঙ্গে সুবোধের বিবাধ বাধে।
সেই সময় সুবোধ ও তার পরিবারের পাঁচ জন মিলে তাকে মারধোর করে। স্বামীকে বাঁচাতে ছুটে আসে স্ত্রী। তাকেও মারধোর করে অভিযুক্তরা।প্রতিবেশিরা ছুটে এসে স্বামী স্ত্রীকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভর্তি করায়। সেখানে চিকিৎসার পর স্ত্রীকে মঙ্গলবার সকালে ছেড়ে দেয়।কিন্তু স্বামীর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে কলকাতা রেফার করে। ঘটনায় মঙ্গলবার গ্রামের মহিলা সমিতির পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করে পাঁচ জনের বিরুদ্ধে।ঘটনার তদন্তে নামে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584