প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে সাইকেল র‍্যালি প্রতিযোগিতা

0
51

অমৃতা চন্দ, দিনহাটাঃ

প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলতে দিনহাটায় সাইকেল র‍্যালি প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। হেলথ বেঙ্গল ক্লিন বেঙ্গল এই স্লোগানকে সামনে রেখে রবিবার সকালে একটি বহুজাতিক সংস্থার উদ্যোগে দিনহাটা শহরের পুটিমারি এলাকায় এই সাইকেল রেলি অনুষ্ঠিত হয়। এদিনের এই সাইকেল র‍্যালির সূচনালগ্নে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা শাসক শেখ আনসার আহমেদ, দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত, কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন, আয়োজক সংস্থার এএসএম বিশ্বজিৎ সাহা, সুবীর মিত্র, সমাজকর্মী পবন আগরওয়ালা প্রমুখ।

নিজস্ব চিত্র

এদিনের এই সাইকেল র‍্যালি সূচনালগ্নে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বিশিষ্টরা সংস্থার উদ্যোগের প্রশংসা করেন। প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে এবং সমাজকে বিশেষভাবে বার্তা দিতে এদিনের এই সাইকেল র‍্যালিতে দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকা থেকে ৩০০ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সাইকেল র‍্যালিতে অংশ নেওয়া মহিলা পুরুষ প্রতিযোগিতা পুটিমারি হাই স্কুলের মাঠ থেকে শুরু করে বড় ফকির তকেয়া পর্যন্ত যায়। এরপর সেখান থেকে আবার পুটিমারী হাই স্কুল মাঠে ফিরে আসে তারা।

এদিনের এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম হয় দিনহাটার বড়নাচিনা গ্রামের আবেদ আলী এবং মহিলা বিভাগে প্রথম হয় মাতালহাটের ভলকা গ্রামের সাবিয়া বিবি। প্রতিযোগিতা শেষে উভয় বিভাগে প্রথম স্থানাধিকারী দের হাতে সংস্থার পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়। প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এদিনের এই প্রতিযোগিতাকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

বহুজাতিক এই সংস্থার পক্ষ থেকে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষে উত্তরবঙ্গে প্রথম দিনহাটায় এ ধরনের প্রতিযোগিতা বলে সংস্থার পক্ষ থেকে বিশ্বজিৎ সাহা জানান। এদিন সকাল সাতটা নাগাদ এই প্রতিযোগিতা শুরু হলে রাস্তার দু’ধারে দাঁড়িয়ে বহু মানুষ তা উপভোগ করেন এবং অংশগ্রহণকারীদের নানাভাবে উৎসাহিত করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here