নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
আমেরিকায় করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়ে গিয়েছে। কিন্তু এই ভ্যাকসিন নিতে অনেক আমেরিকাবাসীই অনীহা দেখাতে পারেন বলে গুঞ্জন মার্কিন মুলুক জুড়ে। সম্ভবত সেই গুঞ্জনে জল ঢালতেই আগামী সপ্তাহে ভ্যাকসিন নেবেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন।
শুক্রবার ভ্যাকসিন নেবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। উল্লেখ্য, ইঞ্জেকশন নিতে অনেক আমেরিকানই অনীহা দেখাতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে।
আরও পড়ুনঃ চার থেকে ছ’মাসের মধ্যে আরও করোনা সংক্রমণ আরও বাড়বে, বললেন বিল গেটস
‘ভ্যাকসিন নিয়ে আমেরিকাবাসীদের মধ্যে আস্থা দিতেই’, হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানে ভ্যাকসিন নেবেন মাইক। তাঁর সঙ্গে ভ্যাকসিন নিতে পারেন সেকেন্ড লেডি কেরেন পেন্স ও সার্জন জেনারেল জেরোম অ্যাডামস।
আরও পড়ুনঃ সুপ্রিমকোর্টে পরাস্থ যোগী সরকার, বহাল কাফিল খানের মুক্তির নির্দেশ
উল্লেখ্য, একটি সাংবাদিক সম্মেলনে বিডেন বলেছেন, ‘‘একটা ব্যাপারে নিশ্চিত করে বলতে চাই যে, এটা নিরাপদ। যখন আমি নেব (ভ্যাকসিন), প্রকাশ্যেই নেব’’। তবে, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে ভ্যাকসিন নেবেন তা এখনও স্পষ্ট নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584