নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ভোটগ্রহণের তিনদিন অতিক্রান্ত হলেও পরিস্থিতি এখনও দোদুল্যমান। তবে পাল্লা ভারী জো বিডেনের দিকেই। কিন্তু এখনও চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে বাকি আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের। হোয়াইট হাউসের দৌড়ে ডোনাল্ড ট্রাম্পকে পিছয়ে ফেলে এগিয়ে গিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন। যে কোনও মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের মসনদে বসতে পারেন বিডেন।
এই ভোটযুদ্ধে জিতলে তিনিই হবেন দেশের ইতিহাসে সবচেয়ে বৃদ্ধ রাষ্ট্রপতি। শেষ খবর পাওয়া অনুযায়ী, ৭৭ বছরের বিডেন রিপাবলিকানদের শক্ত ঘাঁটি জর্জিয়াতে ৯১৭ ভোটের লিড নিয়েছেন। এই মুহূর্তে জো বাইডেন ২৬৪টি ইলেক্টোরাল কলেজ ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে, ২১৪টি কলেজ ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
জর্জিয়া লড়াই সবচেয়ে কঠিন। এই রাজ্যে ইলেক্টোরাল কলেজ (ইসি) ভোট ১৬টি। বৃহস্পতিবার (ভারতীয় সময়) পর্যন্ত এগিয়ে ছিলেন রিপাবলিকানরা। কিন্তু গণনা যত এগিয়েছে ব্যবধান কমিয়ে এনেছেন বিডেনের ডেমোক্র্যাটরা। শুক্রবার দুপুর (ভারতীয় সময়) পর্যন্ত ট্রাম্প এগিয়ে ছিলেন দেড় হাজারের মতো ভোটে।
আরও পড়ুনঃ পুতিনের অবসরের সংবাদে চাঞ্চল্য
কিন্তু বিকেল সাড়ে তিনটের গণনায় দেখা গেল, ট্রাম্পকে পিছনে ফেলে ৯০০ ভোটে এগিয়ে গিয়েছেন বিডেন। ফলে এখানে যে কেউ জিততে পারেন। তবে হাল ছাড়েননি বিডেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটি ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত তিনি বিশ্রাম নেবেন না।
ইতিমধ্যেই তিনি বারাক ওবামার রেকর্ড ভেঙে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাসে সর্বাধিক ভোট পাওয়া ডেমোক্র্যাট প্রার্থী। প্রায় ৫০.৫ শতাংশ ভোট পেয়েছেন বিডেন।
আরও পড়ুনঃ পূর্বসূরীকে ছাপিয়ে রেকর্ড গড়লেন বিডেন
অন্যদিকে, ট্রাম্প ৪৭.৯ শতাংশ ভোট পেয়েছেন। অ্যারিজোনা, মিশিগান, উইসকনসিন এবং নিউ হ্যাম্পশায়ার গিয়েছেন বিডেনের ঝুলিতে আর ফ্লোরিডা, আইওয়া, ওহাইও এবং টেক্সাস গিয়েছে ট্রাম্পের ঝুলিতে।
পেনসিলভেনিয়াতেও ব্যবধান কমিয়ে এনেছেন বিডেন। এই রাজ্যে ইসি ভোট ২০টি। শুক্রবার বেলা ১টা পর্যন্ত গণনা হয়েছে ৯৫ শতাংশ ভোট। তাতে এখন ব্যবধান মাত্র .৩ শতাংশ। বৃহস্পতিবার এই ব্যবধান ছিল দেড় শতাংশেরও বেশি। তবে নর্থ ক্যারোলিনায় ট্রাম্প এগিয়ে প্রায় দেড় শতাংশে।
এখানেও গণনা শেষ হয়েছে ৯৫ শতাংশের মতো। এই তিন রাজ্যই রিপাবলিকানদের ঘাঁটি। ইসি ভোটের নিরিখে তিনটিই বড় রাজ্য। ফলে জর্জিয়া বা পেনসিলভেনিয়ার যে কোনও একটিতে রিপাবলিকানরা জিতলেই কিন্তু বিডেনের জয় নিশ্চিত।
তবে হাল ছাড়ার পাত্র নন ট্রাম্পও। ৫৬টি ইলেক্টোরাল কলেজ ভোটে পিছিয়ে থাকায় ডেমোক্র্যাট এবং বিডেনের বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ এনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
ট্রাম্পের দাবি, অবিলম্বে গণনা বন্ধ করতে হবে। পাশাপাশি ট্রাম্পপন্থী এবং বিডেনপন্থীদের বিক্ষোভের জেরে মার্কিন মুলুকের একাধিক জায়গায় অশান্তির সৃষ্টি হয়। ট্রাম্পের সমর্থকরা অ্যারিজোনাতে বন্দুক হাতে বিক্ষোভ প্রদর্শন করেন। ন্যাশনাল গার্ডদের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ হয়। বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনাও হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584