আগামী ৯ সেপ্টেম্বর থেকে বিশেষ স্বাস্থ্যবিধি মেনে শুরু হচ্ছে সংক্ষিপ্ত বিধানসভা অধিবেশন

0
51

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

সাংবিধানিক নিয়ম অনুযায়ী ছয় মাসের মধ্যে অন্তত একবার রাজ্য বিধানসভার অধিবেশন ডাকতে হয়। এর আগে গত ১৭ মার্চ করোনা পরিস্থিতির আগেই অনির্দিষ্টকালের জন্য অধিবেশন মুলতবি করা হয়েছিল। পরিষদীয় অঙ্ক মেনে ১৬ সেপ্টেম্বরের মধ্যে অধিবেশন ডাকতেই হবে বিধানসভায়। এর আগে রাজ্যপালকে অধিবেশন মুলতুবির জন্য দায়ী করা হলেও এক্ষেত্রে রাজ্যপালের অনুমতিরও প্রয়োজন নেই।

Bidhan Sabha | newsfront.co
ফাইল চিত্র

তাই প্রাথমিক ভাবে সিদ্ধান্ত হয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর থেকে বিশেষ স্বাস্থ্যবিধি মেনে শুরু হবে সংক্ষিপ্ত বিধানসভা অধিবেশন। এবার করোনাকালের নানা গাইডলাইন মেনে সংক্ষিপ্ত অধিবেশন চালাতে হবে। তাই
বিধায়কদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে কিভাবে সেই অধিবেশন চালু করা যায়, তা নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ পিএম কেয়ার ফান্ডের হিসাব আগে দিন, কোভিড-দুর্নীতি প্রসঙ্গে পাল্টা মুখ্যমন্ত্রী

মাত্র দু’দিনের জন্য প্রস্তাবিত অধিবেশনে কোভিডের স্বাস্থ্যবিধি মেনে সদস্যদের বসার ব্যবস্থা করা হচ্ছে। সিদ্ধান্ত হয়েছে, ৬০ বছরের বেশি বয়স্ক বিধায়কদের সবাইকেই অধিবেশন কক্ষে নির্দিষ্ট দূরত্ব মেনেই বসবেন।
মুখ্যমন্ত্রী, পরিষদীয় নেতা এবং বিরোধী দলের নেতৃবৃন্দ, ক্যাবিনেট মন্ত্রীরা অধিবেশন কক্ষেই বসবেন।

আরও পড়ুনঃ বিশ্বভারতী কাণ্ডে চাই সিবিআই তদন্ত! মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

কমবয়সী বিধায়কদের ৮ টি গ্যালারিতে বসার ব্যবস্থা করা হচ্ছে। প্রথম অধিবেশন কক্ষের দোতলায় দর্শক ও সংবাদ মাধ্যমের জন্য নির্দিষ্ট যে গ্যালারি রয়েছে সেখানে কিছু বিধায়ককে বসাতে হবে।

এছাড়াও এবার স্বাস্থ্যবিধি মানতে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। প্রতিবছর অধিবেশন চলার সময় বিধানসভা ভবনেই পিজি হাসপাতাল থেকে ডাক্তার, অ্যাম্বুল্যান্স এবং ওষুধপত্রের ব্যবস্থা থাকে। কিন্তু এবার সেই সমস্ত ব্যবস্থার সঙ্গে বেশি সংখ্যায় অক্সিজেন সিলিন্ডার ও থার্মাল গানের ব্যবস্থা থাকছে।সব ক্ষেত্রেই মাস্ক আবশ্যক করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here