উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
দমদম বিমানবন্দর থেকে বেরিয়ে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে রীতিমতো ঝক্কি পোহাতে হয় যাত্রীদের। ট্যাক্সি পেতে গিয়ে কালঘাম ছুটে যায়। সেই ঝামেলা থেকে মানুষকে রেহাই দিতে এবার অভিনব উপায় নিয়ে এল বিধাননগর পুলিশ। মাত্র একটা মিসড কল দিলেই বিমানবন্দরের গেটের সামনে চলে আসবে ট্যাক্সি।
ট্যাক্সি বুক করতে বিধাননগর পুলিশ চালু করেছে ৭৪৩৯৭৫১৮৫৫ নম্বরটি। এই নম্বরে মিসড কল দিলেই বিমানবন্দরের গেটে দাঁড়িয়েই বুকিং করা যাবে প্রিপেইড ট্যাক্সি। মিসড কল দিলেই যাত্রীদের ফোনে চলে আসবে মেসেজ। কতক্ষণ সময়ের মধ্যে ট্যাক্সি আসবে এবং ট্যাক্সির নম্বর, চালকের নাম সবটাই উল্লেখ করা থাকবে সংশ্লিষ্ট মেসেজে।
আরও পড়ুনঃ পরিবেশরক্ষার স্বার্থে মেঘালয়ে পাড়ি দেওয়া শান্তিপুরের তিন তরুণকে সংবর্ধনা বহরমপুরে
এরপর নির্দিষ্ট সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে প্রিপেইড ট্যাক্সি কাউন্টারের সামনে গেলেই এসে যাবে ট্যাক্সি।
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি এই ব্যবস্থা কোভিড-১৯ পরিস্থিতিতে শারীরিক দুরত্ববিধিও বজায় রাখবে বলে জানিয়েছে বিধাননগর কমিশনারেট দায়িত্ব প্রাপ্ত আধিকারিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584