নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা আবহের মধ্যেই সাংবিধানিক বাধ্যবাধকতা ও বিধানসভা পরিচালনার বিধি মেনে বিধানসভার অধিবেশন ডাকা হবে। সব কিছু স্বাভাবিক থাকলে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে আগামী মাসের গোড়ায় অর্থাৎ সেপ্টেম্বরেই অধিবেশন ডাকার কথা ভাবছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
তবে করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবারের অধিবেশন যে দীর্ঘস্থায়ী হবে না, তা মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিমানবাবু। চলতি আবহে দূরত্ববিধি বজায় রেখে বিধায়কদের বসার ব্যবস্থা কীভাবে করা যায়, ইতিমধ্যেই তা নিয়ে বিধানসভার অফিসারদের সঙ্গে দফায় দফায় আলোচনা শুরু করেছেন তিনি।
আরও পড়ুনঃ বন্দর শ্রমিকদের জন্য ৫০ লক্ষ টাকার বিমা ঘোষণা জাহাজ মন্ত্রকের
লোকসভা ও রাজ্যসভার অধিবেশন ডাকার বিষয়ে পরিকাঠামোগত প্রস্তুতি অনেকটা এগিয়ে গিয়েছে। আর সেই কারণেই বিমানবাবু বিধানসভার অধিবেশন ডাকার বিষয়েও উদ্যোগী হয়েছেন বলে মনে করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584