পিয়ালী দাস, বীরভূমঃ
অধ্যাপকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বন্ধের হুমকি দিলেন খোদ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে তাঁর মন্তব্যের অডিও ক্লিপ। উপাচার্যের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই তুমুল বিতর্ক তৈরি হয়েছে।
বিশ্বভারতীর অধ্যাপক ও কর্মীদের সঙ্গে বরাবরই কিছুদিন অন্তর বৈঠকে বসেন উপাচার্য। সেখানে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যাবতীয় বিষয়ে আলোচনা করা হয়, এই বৈঠক থেকে একাধিক সিদ্ধান্তও নেওয়া হয়। করোনার কারণে দীর্ঘদিন ধরে ভার্চুয়ালি অধ্যাপকদের সঙ্গে বৈঠক করছেন উপাচার্য। মঙ্গলবারও অধ্যাপক ও কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন বিদ্যুৎ চক্রবর্তী।
আরও পড়ুনঃ বাংলার ভোটে অন্য দলের নাম প্রতীকে লড়ছে আইএসএফ, উঠছে প্রশ্ন
সেখানেই বিস্ফোরক মন্তব্য করেন উপাচার্য। বিশ্বভারতী বন্ধ করার হুঁশিয়ারি দেন তিনি। বৈঠকের পরই ভাইরাল হওয়া অডিও ক্লিপে শোনা যায় বিদ্যুৎ চক্রবর্তী বলছেন, “আমি বিশ্বভারতী বন্ধ করার ব্যবস্থা করে যাব। আমি এখানে চোর ধরছি। তাই আমার বিরুদ্ধে বলা হচ্ছে। এই চোরদের তাড়াবো। আমাকে কিছু বললে আপনারা কিছু বলেন না। তার বদলে কুকুরের মতো চিৎকার করছেন। আমি কামড়াতে যাব না। কারণ আমি এই শিক্ষা পাইনি।”
উপাচার্যের এই অডিও ক্লিপকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে।এই বিষয়ে আশ্রমিক সুপ্রিয় ঠাকুর বলেন, “উনি এখনই তো বন্ধ করে দিয়েছেন। কিছুরই আর অস্তিত্ব নেই। সব নষ্ট করে দিয়েছেন। নতুন করে আর কী বন্ধ করবেন। ওনার হাতে প্রতিষ্ঠানটা নষ্ট হয়ে গিয়েছে।”এই বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি।
আরও পড়ুনঃ কয়লা কাণ্ডে বিনয় মিশ্রর ভাইকে গ্রেফতার ইডির
এর আগেও বহুবার বিতর্কে জড়িয়েছেন বিশ্বভারতীর উপাচার্য। কখনও অধ্যাপক, অধ্যাপিকাদের কটূক্তি করে, তো কখনও নোবেলজয়ী অর্মত্য সেনকে নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন তিনি। বিশ্বভারতীতে পাঁচিল তোলা নিয়ে আবাসিকরাও তাঁর বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছেন। ফের একবার সমালোচনা শুরু হয়েছে তাঁকে নিয়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584