দীপঙ্কর মন্ডল,বারাসাত:
উত্তর ২৪ পরগনার বারাসাত ‘রবীন্দ্রভবন’-এ সাম্য শান্তি সম্প্রীতি মঞ্চের আহ্বানে অনুষ্ঠিত হল সাম্প্রদায়িকতা বিরোধী নাগরিক কনভেনশন।
এই কনভেনশনে সভাপতিত্ব করেন সুকৃতি রঞ্জন বিশ্বাস মহাশয় ।বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি এবং বিভেদকামী শক্তির বিরুদ্ধে প্রতিবাদ- এই নাগরিক কনভেনশন।
কিছু প্রতিক্রিয়াশীল ও ধর্মান্ধ শক্তি পরিকল্পিতভাবে সারা দেশ জুড়ে মানুষের মধ্যে যে ঘৃণা, বিদ্বেষ ছড়িয়ে উত্তেজনা অশান্তি ও হিংসা ছড়ানোর চেষ্টা করছে, তার বিরুদ্ধেই এই প্রতিবাদ।
সুকৃতি রঞ্জন বিশ্বাস ছাড়াও
কনভেনশনে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গৌতম পাল,মোঃ নুরুদ্দিন শাহ্,
সাহিত্যিক মনরঞ্জন ব্যাপারী,মওলানা আব্দুল মাতিন ,বিশ্বকোষ পরিষদের পার্থ সেনগুপ্ত ,মন্চের সম্পাদক মহ: কামরুজ্জামান, অধ্যাপক ইমানুল হক, ফারুক আহমেদ, সমাজকর্মী সর্বাণী ব্যানার্জি প্রমুখ।
সভাপতি তাঁর ভাষনে বলেন ‘দেশ ও সমাজে সমস্ত অশান্তি দূর করতে সাধারণ নাগরিককে আরও বেশি দায়িত্ব পালন করতে হবে। ধর্ম, বর্ণ, লিঙ্গ,ভাষাগোষ্ঠী ও উদ্বাস্তু মানুষের জন্য সমানাধিকার, ন্যায় ও সুবিচার নিশ্চিত করতে হবে।’
কনভেনশনের খসড়া প্রস্তাবে বলা হয় বাদুড়িয়া বসিরহাটের অশান্তিতে এলাকার সকল সম্প্রদায় যে সংযমের পরিচয় দিয়েছে তা অত্যন্ত প্রসংশনীয়।একই সাথে যে কোনও সাম্প্রদায়িক উস্কানিতে প্রতিটি নাগরিককে আরও বেশি সংযমী ও সতর্ক থাকার আহ্বান জানায় এই কনভেনশন
একঝাঁক সাহিত্যিক,সাংবাদিক ও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে অভূতপূর্ব সাড়া ছিল চোখে পড়ার মতো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584