নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
২০২২ সালে বিধানসভা নির্বাচন গুজরাটে। তার আগে স্বস্তিতে নরেন্দ্র মোদী সরকার। গুজরাটের আহমেদাবাদ, সুরাট, ভাদোদরা, রাজকোট, ভাওয়ানগর ও জামনগর, এই ছ’ টি পুরসভায় ৫৭৫টি আসনে ভোট গণনা চলছে। কোভিড-১৯ প্রোটোকল মেনে কড়া সুরক্ষা ও কঠোর বিধি মেনেই চলছে ভোট গণনা।
সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে, ভাওয়ানগরের ১৫টি, রাজকোটে ২৪টি, এবং ভাদোদরাতে ৪৫টি আসন, জামনগরে ৩২টি আসনে জিতেছে। মোটামুটি সব আসনেই সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে বিজেপি। গুজরাটে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিজেপির বিজয় উদযাপন। এখনও পর্যন্ত কংগ্রেস ৫টি আসনে জয়লাভ করেছে। প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি রাজকোটে অনেকটাই ভোট কেটেছে কংগ্রেসের।
আরও পড়ুনঃ লালকেল্লায় তাণ্ডবের অভিযোগে গ্রেফতার জম্মু কাশ্মীরের কৃষক নেতা
এদিন সকাল নটা থেকে গণনা শুরু হয়। গণনার শুরু থেকেই ছটি কর্পোরেশনে এগিয়ে রয়েছে বিজেপি। ১৪৪ টি ওয়ার্ডে ৫৭৬ টি আসন রয়েছে। রবিবার অনুষ্ঠিত হয় এই নির্বাচন। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে সকাল সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ভোট পড়েছে ৪৬.০৮ শতাংশ। করোনার নতুন সংক্রমণের জন্য ভোটদান কম হয়েছে এমনটাই মনে করেছেন অনেকে। মুখ্যমন্ত্রী বিজয় রূপানি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে প্রচারে অনুপস্থিত ছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584