আনিসুর রহমান, কোলকাতা:
‘নিপীড়ন নয় মর্যাদা চাই-হিংসার বিরুদ্ধে সোচ্চার হই ‘ এই দাবি নিয়েই আজ স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন(এস. আই. ও.) মিছিল করল কলকাতার শহীদ মিনার থেকে মৌলালালির রামলীলা ময়দান পর্যন্ত।
দেশব্যাপী সামাজিক ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষ যে ভাবে শোষিত, লান্ছিত হচ্ছে- তার বিরুদ্ধে প্রতিবাদেই কয়েক হাজার ছাত্র আজ মিছিলে পা মেলায়। মিছিলে উপস্থিত ছিলেন জামাতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত মহম্মদ নুরুদ্দিন, মিজান পত্রিকার সম্পাদক মসিহুর রহমান, এস আই ও-র ছাত্র নেতা ইমাম হোসেন প্রমুখ।
মিছিল শেষে রামলীলা ময়দানে এক সমাবেশের আয়োজনও করা হয়। এদিনের সমাবেশে হাজির ছিলেন, এসআইও অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় সম্পাদক মাওলানা আবদুল ওদুদ, ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক অনাবিল গুহ, এআইএসএফের যুগ্ম রাজ্য সম্পাদক সৈকত গিরি , পিএসইউ ছাত্র সংগঠনের রাজ্য সম্পাদক মহম্মদ সাইফুল্লাহ, সমাজসেবী সুখনন্দন আহলুআলিয়া ও মানিক সমাজদার, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক শাহনাওয়াজ আলি রায়হান, মানবাধিকার সংগঠন এপিসিআর-এর রাজ্য কনভেনর আবদুস সামাদ প্রমুখ।
সমাবেশে এসআইও পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ওসমান গণি বলেন, “সারা দেশ জুড়ে দলিত, মুসলিম সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উপর আক্রমন, গুম, খুন, হত্যালীলা আজ খুব সাধারন ব্যাপারে পরিণত হয়েছে। গত সপ্তাহে এ রাজ্যের জলপাইগুড়িতেও হাফিজুল সেখ ও আনোয়ার হোসেনকে গরু চুরির সন্দেহে হত্যা করা হয়েছে। শুধু মুসলিম হওয়ার কারনেই আজ অনেক মুসলিমের উপর আক্রমন, হামলা করা হয়েছে, হচ্ছে। শুধু মুসলিম নয়, দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীও এ জাতীয় ঘৃণা-বিদ্বেষের শিকার হয়েছে। দেশপ্রেমের নামে আবার কখনও উগ্র জাতীয়তাবাদের নামে ঘৃণা-বিদ্বেষের শিকার হতে হয়েছে তাঁদের। তাই, আমাদের দাবী, অবিলম্বে গো-রক্ষার নামে গেরুয়া বাহিনীর তাণ্ডব রুখতে কেন্দ্রীয় সরকারকে নতুন আইন প্রণয়ন করতে হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584