নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
গত বছর চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রমের নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়েছিলেন ইসরো প্রধান কে সিভান। তাঁকে সান্ত্বনা দিতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলিঙ্গন করে পিঠ চাপড়ে দিয়েছিলেন। সেই ভিডিও এবং ছবি অনেক আগেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
নরেন্দ্র মোদির সেই আলিঙ্গনের যাদুর কথা সকলের সাথে শেয়ার করলেন কে সিভান। এ দিন তিনি জানান, এত খাটাখাটনি, মাপজোক করেও যখন শেষ মুহূর্তে বিক্রমকে আর খুঁজে পাওয়া গেল না, তখন খুবই ভেঙে পড়েছিলেন তিনি। সেই সময় প্রধানমন্ত্রীর আলিঙ্গন তাঁকে বড় স্বস্তি জুগিয়েছিল। সব ব্যার্থতা ভুলে লক্ষ্যে আরও এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছিল এই আলিঙ্গন।
আরও পড়ুনঃ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সন্তুষ্ট এলাকাবাসী
তিনি জানান, প্রধানমন্ত্রী তাঁকে আলিঙ্গন করে পিঠ চাপড়ানোর সময় বুঝতে পেরেছিলেন যে সিভানের মনে কী চলছে। আর তাই পরবর্তী সময়ে নতুন উদ্যোমে যাতে মহাকাশ গবেষণার কাজে এগিয়ে যতে পারেন, সেই জন্য উচ্চাকাঙ্খা জুগিয়েছে এই আলিঙ্গন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584