স্বেচ্ছাবসরে বিহারের ডিজি গুপ্তেশ্বর পাণ্ডে, ভোট ময়দানে লড়ার সম্ভাবনা

0
52

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

হঠাৎ স্বেচ্ছাবসরে বিহারের ডিজি গুপ্তেশ্বর পাণ্ডে। এবার খাঁকি উর্দি ছেড়ে সরাসরি রাজনীতির ময়দানে নামার সম্ভাবনার কথা জানা গেছে। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর মৃত্যু তদন্তে বারংবার সংবাদ শিরনামে উঠে এসেছিলেন বিহার পুলিশের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে।

Gupteswar Pande | newsfront.co
গুপ্তেশ্বর পাণ্ডে

এই মামলাকে ঘিরেই মুম্বই পুলিশের সঙ্গে বিহার পুলিশের সরাসরি সংঘাত চরমে পৌঁছায়। বিহার পুলিশের পুরভাগে ছিলেন গুপ্তেশ্বর পাণ্ডে। জেলবন্দি রিয়া চক্রবর্তীকে নিয়ে ডিজির মন্তব্যেও বিতর্ক দানা বাঁধে। এমন সময়ে হঠাতই চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়েছেন ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডেই।

আরও পড়ুনঃ বিচ্ছেদ আসন্ন, টাটা গ্রুপ থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে চলেছে মিস্ত্রি পরিবার

এবার তিনি রাজনীতিতে যোগ দান করবেন বলে সংবাদ সূত্রে জানা গিয়েছে। ২২ সেপ্টেম্বর থেকে গুপ্তেশ্বর পাণ্ডের স্বেচ্ছাবসর কার্যকর হয়েছে। তাঁর জায়গায় বিহার পুলিশের ডিজি-র দায়িত্বে এসেছেন এতদিন রাজ্য হোমগার্ডের ডিজি পদের দায়িত্ব সামলানো এস কে সিঙ্ঘাল।

আরও পড়ুনঃ মহিলা পাইলটরাও এবার রাফাল চালাবেন

বক্সার থেকে আসন্ন বিহার ভোটে বিজেপির হয়ে লড়তে পারেন রাজ্যের প্রাক্তন ডিজি গুপ্তেশ্বর পাণ্ডে। এই নিয়েই বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই তাঁর প্রার্থী হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here