শহীদ জওয়ানের পরিবারকে দত্তক নিয়ে নজির গড়লেন বিহারের জেলাশাসক ইনায়েত খান

0
1577

ওয়েবডেস্কঃ

কাশ্মীর হামলায় নিহত বিহারের দুই শহীদ সিআরপিএফ জওয়ানের এক পরিবারকে দত্তক ও আরেক পরিবারকে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়ে নজির গড়লেন  বিহারের শেখপুরা জেলার মহিলা জেলাশাসক  ইনায়েত খান।

গত ১৪ তারিখ জম্মু-কাশ্মীরের পুলওয়ামায়  জঙ্গি হামলায় নিহত হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। সেই তালিকায় নাম ছিল বিহারের পাটনার বাসিন্দা সঞ্জয় কুমার সিনহা এবং ভাগলপুরের বাসিন্দা রতন কুমার ঠাকুরের। শহীদ এই দুই সিআরপিএফ জওয়ানের পরিবারের মধ্যে এক পরিবারকে দত্তক ও অন্য পরিবারকে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরও পড়ুনঃপুলওয়ামা এনকাউন্টারে নিহত শীর্ষ জইশ জঙ্গি, শহীদ চার সেনাও

ইতিমধ্যে তিনি নিজ উদ্যোগে খুলেছেন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যে অ্যাকাউন্টে জমা হবে আর্থিক অনুদান। জানা গেছে অ্যাকাউন্টে ১০ই মার্চ পর্যন্ত যে অর্থ অনুদান হিসেবে জমা পড়বে তা তিনি দুই পরিবারের মধ্যে ভাগ করে দেবেন। তিনি বিহার বাসীদের এই অ্যাকাউন্টে আর্থিক সহায়তায় মাধ্যমে দুই শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধও করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here