বিহারের ফল প্রভাব ফেলবে না বাংলায়, মত দিলীপের

0
71

উজ্জ্বল দত্ত,কলকাতাঃ

বিহার নির্বাচনের রেজাল্ট যাই হোক না কেন তার বিরূপ প্রতিক্রিয়া এরাজ্যে হবে না বলে জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ রাত কাটালেই কাল বিহার বিধানসভার আসন গুলির ভোট গণনা। বিহারে বর্তমানে ক্ষমতায় রয়েছে বিজেপি ও জেডিইউ জোট।

dilip ghosh | newsfront.co
দিলীপ ঘোষ

এবার এই জোটের বিরুদ্ধে সাধারণ মানুষ রায় দিয়েছে বলে মনে করছে বিভিন্ন সংবাদমাধ্যম। একইসঙ্গে পাশের রাজ্য পশ্চিমবঙ্গে রয়েছে প্রধান বিরোধী দল হিসেবে। এরাজ্যে আর পাঁচ মাস বাদে ভোট। তাই পাশের রাজ্য বিহারে বিজেপির পক্ষে খারাপ ফল হলেও এরাজ্যে তার কোনো খারাপ প্রভাব পড়বে না বলে মনে করছে বিজেপি। সোমবার দিল্লিতে বসে দিলীপ ঘোষ পরিস্কার জানিয়ে দেন, “বিহারে বিধানসভা ভোটে ফলাফল যা হোক না কেন, তার প্রভাব এরাজ্যে পড়বে না।“

আরও পড়ুনঃ বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের আহ্বান সূর্যর

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, “বিহার বিধানসভার ফলাফল নিয়ে আমরা কিছু ভাবছি না। ওখানে বিজেপির পক্ষে বা বিপক্ষে যায় রায় দিক, তার প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। কারণ দুটি রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন। বিহারে যদি ক্ষমতাসীন দলের কোনো ভুল খুঁজে পায় সাধারণ মানুষ, এরাজ্যেও দশ বছরে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ আলু-পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

এখানে তৃণমূল সরকারের বিরুদ্ধে কথা বললেই তাকে খুন হতে হচ্ছে। এখানে কেবলমাত্র বিরোধী দল সমর্থন করার জন্য সাধারণ মানুষকে গাছে ঝুলিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালাচ্ছে তৃণমূল প্রশাসন। কিন্তু কেন এরকম ভাবে খুন করা হচ্ছে? শুধু বিজেপি করার অপরাধে একশোর বেশি মানুষকে খুন করা হয়েছে। সাধারণ মানুষ দেখেছে রাজ্যে কোনো বিকাশ হয়নি।

শুধু তোলাবাজি, দুর্নীতি আর গুণ্ডাগিরি চলে। তাই আমরা সাধারণ মানুষকে বলেছি, আপনারা কংগ্রেস, বাম ও তৃণমূলকে সুযোগ দিয়েছেন সরকার গড়তে। এবার বিজেপিকে রাজ্যের মানুষ একবার সুযোগ দিক। বিজেপি সোনার বাংলা গড়ে রাজ্যে সুশাসন এনে দেবে।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here