নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পুরুলিয়ার বলরামপুরে দুই বিজেপি কর্মী খুনের জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাইপো অভিষেক এবং এ রাজ্যের পুলিশ। আজ পশ্চিম মেদিনীপুরের দাসপুরের মাগুরিয়াতে সভামঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে এই অভিযোগ করেন বিজেপির সর্ব ভারতীয় নেতা কৈলাশ বিজয় বর্গী। আজ তিনি দলীয় সভায় যোগ দিতে গিয়েছিলেন দাসপুরে। মঞ্চ থেকে তিনি বলেন, আমি মিথ্যা অভিযোগ করছিনা, আমি গম্ভীরতার সঙ্গে এই আরোপ লাগাচ্ছি। অভিষেককে তিনদিন আগে বলেছিলেন, আমি পুরুলিয়া যাচ্ছি।
পুরুলিয়ায় সমস্ত বিরোধীদের শূন্য করে দেবো। উনি ভাষন দিয়ে ছিলেন, তার পরের দিন ত্রিলোচন দাস খুন হয়ে গেলো, তার দুদিন পর দুলাল কুমার খুন হয়ে গেলো। আর এই দুজনের খুনের জন্য দায়ী অভিষেক। এর বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাবো। যতদিন পর্যন্ত না অভিষেককে হাতকড়ি পরাবো, ততদিন আমরা নিশ্চিন্তে থাকবো না। আমি কথা দিচ্ছি, এই দুই যুবকের বলিদান এই রাজ্যে বৃথা যাবেনা। এই দুই যুবকের মৃত্যু আজ এরাজ্যের মানুষদের অন্তরমনকে নাড়িয়ে দিয়েছে। এই রকম রাজনীতি হওয়া উচিৎ ? ভারতীয় জনতা পার্টির পতাকা যদি কেউ ধরে, তাহলে কি তার জীবন নিয়ে নিতে হবে ? এই ধরনের রাজনীতি কি সহ্য করা উচিৎ ? প্রজাতন্ত্রে কি হিংসা হওয়া উচিৎ ? ওরা (তৃনমূল) যদি হিংসা করে, তাহলে আমরাও হিংসার জবাব হিংসার মাধ্যমে দিতে পারি।
আমরা দুর্বল নয়, আমরাও চুড়ি পরে বসে নেই। আমাদের নেতা মোদিজি, অমিত শাহ। বলেছেন, যে প্রজাতন্ত্রের মন্দিরের চাবি মানুষ আমাদের হাতে দিয়েছে, আমাদের দায়িত্ব সেই প্রজাতন্ত্রকে রক্ষা করা। আমরা হিংসার জবাব হিংসার মাধ্যমে দেবো না। এর জবাব দেবে ভোটের মাধ্যমে পশ্চিম বাংলার মানুষ এবং তৃণমূলের সমস্ত অহংকার চূর্ণবিচূর্ণ করে দেবে এরাজ্যের মানুষই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584