এস বি আই পেনশনার্শ অ্যাসোসিয়েশন- এর বিজয়া সম্মিলনী অনুষ্ঠান

0
196

সুদীপ কুমার খাঁড়া, মেদিনীপুরঃ

ঘরোয়া বিজয়া সম্মিলনীতে মাতলেন এস বি আই পরিবারের সদস‍্য-সদস‍্যারা।স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার পেনশনার্স । অ্যাসোসিয়েশন মেদিনীপুর শাখার উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হল রবিবার সন্ধ্যায়।এস বি আই -এর সভা কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস বি আই -এর চিফ ম‍্যানেজার শক্তি কুমার ঘোষ, অ্যাসোসিয়েশন সম্পাদক জয়ন্ত মারিক, সভাপতি মৃগাঙ্ক শেখর মাইতি সহ ব‍্যাংকের অন‍্যান‍্য অফিসার,কর্মী এবং অ্যাসোসিয়েশন সদস্য-সদস‍্যাবৃন্দ। এই সান্ধ্যকালীন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে এস বি আই পরিবারের পক্ষ থেকে আবৃত্তি পরিবেশন করেন অসীম বসু, কল্পনা ভূঁইয়া, কৃষ্ণা রায়,প্রভাত বসু, অজন্তা রায়, কণিকা দাস, প্রদীপ পাঁজা প্রমুখ।

অনুষ্ঠানের কলাকুশলী।নিজস্ব চিত্র

অনুষ্ঠানে মনোগ্রাহী নৃত্য পরিবেশন করেন মৌপ্রিয়া প্রামাণিক,শর্নিলী মন্ডল শীট, দীপিকা সাঁতরাসহ অন‍্যান‍্যরা। মনোগ্রাহী সঙ্গীতে সবার মন জিতলেন অনুপ দত্ত, আশীষ কর্মকার, মহাশ্বেতা পাঁজা সহ অন‍্যান‍্যরা।বিজয়ার তাৎপর্য ব্যাখ্যা করেন এসবিআই পরিবারের সদস‍্য অমল পান্ডে।

নিজস্ব চিত্র

এরই সাথে অতিথি শিল্পী হিসেবে সঙ্গীতে আসর মাতালেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আলোক বরণ মাইতি। পাশাপাশি অতিথি শিল্পী হিসেবে আবৃত্তিতে তমালী চক্রবর্তী,সঙ্গীতে স্নেহা মন্ডল নৃত্যে সৌমিলী মন্ডল সবার হৃদয় জিতলেন। গোটা অনুষ্ঠানটিকে সুচারভাবে সঞ্চালনা করেন সুদীপ রায় ও মাণিকলাল সাহা।

নিজস্ব চিত্র

তবলায় কাশীনাথ হাজরার সুযোগ‍্য সহযোগিতা ও প্রিন্স ডেকোরেটরের আলোক প্রক্ষেপণ ও মঞ্চসজ্জা অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তোলে। প্রায় দেড় শতাধিক এস বি আই পরিবারের সদস্য-সদস‍্যা এবং অন্যান্য শুভানুধ্যায়ী দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ তৃণমূলের বিজয়া সন্মেলনীতে এক হয়ে চলার শপথ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here