সাইলেন্ট জোনে তৃণমূলের ডিজে মিছিল, সরব বিজেপি

0
68

মনিরুল হক, কোচবিহারঃ

‘সাইলেন্ট জোন’ হিসেবে ঘোষিত কোচবিহার সাগরদীঘির পাড়ের চারপাশে ডিজে বাজিয়ে বাইক মিছিল করায় তীব্র সমালোচনা করল বিজেপি । আজ কোচবিহার শহরের দুই প্রবেশদ্বার ঘুঘুমারি ও খাগড়াবাড়ি এবং শহরের স্টেশন মোড় এলাকায় জমায়েত হয়ে বিশাল মিছিল বের করে তৃণমূল যুব কংগ্রেস।

bike rally | newsfront.co
মিছিল ৷ নিজস্ব চিত্র

ওই মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও সাংসদ শান্তনু সেন। ডিজেতে খেলা হবে খেলা হবে শ্লোগানের সাথে বিশাল ওই মিছিল গোটা শহর পরিক্রমা করে রাসমেলার মাঠে এসে শেষ হয়। ওই মিছিলের জেরে এমনিতেই শহর জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

raju roy | newsfront.co
রাজু রায় ৷ নিজস্ব চিত্র

কিন্তু কোচবিহার সাগরদীঘি চত্ত্বরে ডিজে বাজিয়ে ওই মিছিল যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপির জেলা নেতা তথা বিশিষ্ট আইনজীবী রাজু রায়।আইনজীবী রাজু রায় অভিযোগ করে বলেন, “সাগরদীঘি চত্ত্বরকে সাইলেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ রাস্তার দাবিতে জেলাশাসকের দফতরে বিক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

অথচ এখানে রাজ্যের শাসক দল তৃণমূল যুব কংগ্রেস ডিজে বাজিয়ে বাইক মিছিল করল। চারপাশে আদালত সহ গুরুত্বপূর্ণ সমস্ত প্রশাসনিক দফতর। বিকট আওয়াজে সমস্ত কাজকর্ম পণ্ড হওয়ার জোগাড়। কিন্তু প্রশাসন নীরব দর্শক হয়ে বসে আছে। আইন যত শুধুমাত্র বিরোধীদের জন্য। এটা চলতে পারে না।”

এদিকে তৃণমূল যুব কংগ্রেসের জেলা নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি কোচবিহার থেকে বিজেপি রথ যাত্রার সূচনা করে এখানে সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভেদ সৃষ্টি করার চেষ্টা হয়েছে। তার বিরুদ্ধে এদিন তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সংহতি মিছিল করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here