নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর দাঁতন এক ব্লকের এগরা-সোলপাট্টা রাজ্য সড়কের মাটিবিরুয়া এলাকার কাছে একটি মাল বোঝাই লরি দ্রুত গতিতে জলেশ্বর যাওয়ার অভিমুখে একটি ডাম্পার গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইককে সজোরে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর ।
বাইকে থাকা আরেক জনকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় দাঁতন গ্রামীণ হাসপাতালে । মৃত ওই বাইক আরোহীর নাম কুনা মান্ডি(২৪)।বাড়ি ওড়িশা রাজ্যের জলেশ্বর থানার নেতুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, দাঁতন গ্রামীণ মেলায় চা পান করতে যাচ্ছিল ওই বাইক আরোহীরা। সেই সময়ই লরির ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর ৷ দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে এসে পৌঁছায় দাঁতন থানার বিশাল পুলিশবাহিনী।
আরও পড়ুনঃ পারাপারের সময় লালবাগ সদরঘাটে গাড়ি-সহ তলিয়ে গেল ১ ব্যক্তি
উত্তেজিত জনতা কার্যত পুলিশ প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে ৷ ঘটনা বেগতিক বুঝে দাঁতন থানার ওসি খবর দেন খড়্গপুর এসডিপিতে ৷ তারপরই বিশাল পুলিশ বাহিনী এসে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয় ৷এলাকায় বসেছে পুলিশ পিকেট। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584