নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
আট-এর দশকের শেষ থেকে ন’য়ের দশকের গোড়ার দিক, এই গোটা সময়টা ছিল প্রযুক্তি জগতে মাইক্রোসফটের আরোহণের সময়। আর মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস যে পেশার বাইরে একজন আদ্যন্ত রঙিন মনের মানুষ তা জানাই যেতনা তাঁর জীবনীকার জেমস ওয়ালেস না জানালে।
সে সময় প্রকৃত অর্থে ‘পার্টি লাভার’ বলতে উদাহরণ দেওয়া যেত বিল গেটসের। বিল গেটস পেশার ক্ষেত্রে অত্যন্ত প্রফেশনাল মানুষ হলেও ধরাবাঁধা ৮ ঘন্টার কাজের বেড়াজালে কখনো আবদ্ধ রাখেননি নিজেকে। শুনতে অদ্ভুত লাগলেও দিনে ২৪ ঘন্টার মধ্যে ১৭ ঘন্টা কাজ করতেন তিনি। কিন্তু প্রায়শই নিজের তৈরি ১৭ ঘন্টা কাজের নিয়মও ভাঙতেন নিজেই। নিজেই দিতেন পার্টি, আমন্ত্রণ জানাতেন বন্ধু বান্ধবদের। এমনকি শুনতে আশ্চর্য লাগলেও, তাঁর পার্টিতে আমন্ত্রিত থাকতেন স্থানীয় নাইট ক্লাবগুলির ‘নুড ডান্সার’রা। তাঁদের ডাকা হতো বিশেষত ‘নুড পুল পার্টি’র জন্য অর্থাৎ নগ্ন অবস্থায় সাঁতার কাটতে বলতেন বিল। এটা তাঁর অন্যতম ফ্যান্টাসি ছিল বলা যেতে পারে। আর এসমস্তই কিন্তু মিডিয়ার কাছে জানিয়েছেন বিল গেটসের জীবনীকার জেমস ওয়ালেস।
এই সময়টায় ইনফোওয়ার্ল্ডের গসিপ কলামনিস্ট ছিলেন এক্স ক্রিনজলি, তিনি জানিয়েছেন বিল প্রচুর পরিমাণে মদ্যপান করতেন এবং মাতালও হতেন সহজেই। আবার অদ্ভুতভাবে পার্টির পরে প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন সেমিনারেও চলে যেতেন তিনি এবং বেশির ভাগ সেমিনারে প্রধান বক্তা হিসেবেই ডাকা হতো তাঁকে। কিছুক্ষণ আগের চূড়ান্ত মাতাল মানুষটি পোডিয়ামে দাঁড়িয়ে সাবলীলভাবে নিজের বক্তব্যও পেশ করতেন।
Inside Bill’s Brain: Decoding Bill Gates শীর্ষক ডকুসিরিজ সংক্রান্ত এক ইন্টারভিউয়ে তাঁর প্রাক্তন স্ত্রী মেলিন্ডা জানিয়েছেন, যখন তাঁর সঙ্গে গেটসের ডেটে যাওয়ার পরিকল্পনা থাকত তখন গেটস বেশ ফুরফুরে রোম্যান্টিক মুডে থাকতেন। তবে মেলিন্ডাকে বিয়ের প্রস্তাব দেওয়া এবং তা রক্ষা করা বিলের পক্ষে প্রাথমিক ভাবে খুবই কঠিন ছিল। কারণ জীবনের সর্বস্ব দিয়ে তখন তিনি গড়ে তুলেছেন Microsoft, তা করতে গিয়ে তিনি আদৌ কোনদিন মেলিন্ডাকে বিয়ে করতে পারবেন কিনা এ নিয়ে প্রবল সন্দেহ ছিল তাঁর নিজের মনেই। পরবর্তী কালে মাইক্রোসফটের উত্তরণ এবং মেলিন্ডার সাথে বিবাহ দুটিই সফলভাবে সম্ভব হয় বিলের জীবনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584