চার থেকে ছ’মাসের মধ্যে আরও করোনা সংক্রমণ আরও বাড়বে, বললেন বিল গেটস

0
72

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা ভাইরাসের দাপটে নাজেহাল গোটা বিশ্ব। ক্রমশ বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। যদিও সুস্থতার হারও আগের তুলনায় অনেকটাই বেড়েছে। এহেন পরিস্থিতির মধ্যেই কোভিড-১৯ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

Bill Gates | newsfront.co
ফাইল চিত্র ‘

তাঁর সতর্কবার্তা, আগামী চার থেকে ছ’মাসের মধ্যে করোনা পরিস্থিতি আরও ভয়ঙ্কর জায়গায় পৌঁছবে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আগামী ৪-৬ মাস পরিস্থিতি আরও ভয়ানক হবে। ইনস্টিটিউট ফর হেলথ ম্যাটিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন (আইএইচএমই) সতর্ক করেছে, আরও দু’লক্ষের বেশি মানুষের কোভিড প্রোটোকলগুলো ঠিকমতো মেনে চলা উচিত।

আরও পড়ুনঃ সমস্ত অভিযোগ থেকে মুক্ত নিজামুদ্দিনে তবলিঘি জামাতকাণ্ডে ৩৬ বিদেশি, নির্দেশ দিল্লি হাইকোর্টের

যেমন মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলা। এতে মৃত্যুর হার অনেকটাই কমে যাবে। আর সবকিছু স্বাভাবিক হলেও এখন রেস্তরাঁ, স্কুল খুলবে কি না, তা বলা মুশকিল।’

বর্তমানে মার্কিন মুলুকে কোভিড পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন গেটস। সেইসঙ্গে আমেরিকা কোভিড সঙ্কট কাটিয়ে উঠবে বলেও আশা রাখেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here