কুমারগ্রামে বিমলের ফ্লপ জনসভা, রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে উঠছে প্রশ্ন

0
63

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

তিন বছর নির্বাসন কাটিয়ে প্রকাশ্যে এসেই মমতার পাশে দাঁড়িয়ে, আগামী বঙ্গ ভোটে তৃণমূলকে পুনঃ প্রতিষ্ঠার হুঙ্কারদিয়ে, বিজেপিকে দেখে নেওয়ার হুমকি দিলেন বিমল গুরুং ৷ তথাপি রাজনৈতিক গ্রহণযোগ্যতা ডুয়ার্সে যে আগের মতো নেই তা আরেকবার প্রমাণিত হল আলিপুরদুয়ারের কুমারগ্রামের সভা থেকে।

bimal gurung | newsfront.co
বিমল গুরুং ৷ নিজস্ব চিত্র

প্রথমে শক্তি যাচাই করতে ডুয়ার্সের বীরপাড়ায় গত ডিসেম্বরে কোনোক্রমে মুখ রক্ষা হলেও, রবিবার আলিপুরদুয়ারের কুমাগ্রামে রীতিমতো মুখ পুড়লো এক সময়ের গোর্খা জনমুক্তি মোর্চার একচ্ছত্র অধিপতি বিমল গুরুংয়ের। জনসভার তাল কেটে গিয়ে ফ্লপ শোতেই ভাষণ দিয়ে ফিরতে হয়েছে বিমলকে ৷

jana sabha | newsfront.co
নিজস্ব চিত্র

মূলতঃ বিমল অনুগামী গোর্খা জনমুক্তি মোর্চার উদ্যোগে কুমারগ্রামের থানার মাঠে গোর্খা, আদিবাসী ও রাজবংশীদের নিয়ে একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছিল রবিবার। যে সভায় বিমল গুরুংয়ের সাথে উপস্থিত ছিলেন রোশন গিরি ও গ্রেটার কোচবিহার নেতা বংশীবদন বর্মণ এবং সদ্য তৃণমূলে যোগ দেওয়া লুইস কুজুর।

meeting | newsfront.co
নিজস্ব চিত্র

নিমন্ত্রিত হিসেবে মঞ্চে ছিলেন জেলা তৃণমূলের কো অর্ডিনেটর প্রকাশ চিক বাড়াইক।পরিস্থিতি এমন হয় যে নির্ধারিত সময় বেলা সাড়ে এগারোটায় থানার মাঠের সভা মঞ্চে হাজির হয়েছিলেন বিমল ও তাঁর সঙ্গীরা। সভাস্থলের চেহারা দেখেই মেজাজ বিগড়ে যায় মোর্চা সুপ্রিমোর।

আরও পড়ুনঃ হলদিয়া এসে প্রধানমন্ত্রীর সভাস্থল ঘুরে দেখলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী

সভা ছেড়ে মাঠের পাশের এক অনুগামীর বাড়িতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাঁকে। শেষ পর্যন্ত বেলা নেমে আসায় একরকম বাধ্য হয়েই মেরেকেটে সাত থেকে আটশো জনের উপস্থিতিতে ওই সভায় বক্তব্য রাখতে বাধ্য হন বিমল ও বংশীবদন। তৃণমূল নেতাও বংশীবদনরা অবশ্য লোক নেই তা মানতে নারাজ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here