সাংবাদিক সম্মেলনে মেজাজ হারিয়ে ‘মনের মাধুরী’ মিশিয়ে সংবাদ করার পরামর্শ বিমানের

0
160

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

ফের মেজাজ হারালেন সিপিএম নেতা ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শুক্রবার বাঁকুড়ায় দলের জেলা দপ্তরে সোশ্যাল মিডিয়া সেলের উদ্বোধনে এসেছিলেন তিনি। সেখানে সাংবাদিকদের পৌরসভা ভোটে বাম-কংগ্রেস জোট প্রসঙ্গে প্রশ্নের উত্তরে বর্ষীয়ান এই সিপিএম নেতা বলেন, ‘কোন আলোচনা হয়নি। আপনার মনে যা আছে মাধুরী মিশিয়ে নিউজ করে দিন। কারণ আপনিই তো সিদ্ধান্ত নেবেন’।

Biman Basu lost his patience
সাংবাদিক সম্মেলনে বিমান বসু।নিজস্ব চিত্র

কাশ্মীর ও দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে আটক প্রসঙ্গে এদিন তিনি বলতে গিয়ে বলেন, সরকারী ভাষ্য অনুযায়ী ওখানে সব ঠিক ঠাক আছে।

Biman Basu lost his patience
নিজস্ব চিত্র

আর ঠিক যদি সব থেকে থাকে তাহলে আমাদের দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও সিপিআই সাধারণ সম্পাদক এ রাজাকে কেন আটক করা হলো। এবিষয়ে প্রশ্ন তুলে বিমান বসু আরো বলেন, তারা বিমান বন্দরে নামার তাদের যেতে দেওয়া হয়নি।

Biman Basu lost his patience
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বেতন বৈষম্যের বিরুদ্ধে বাঁকুড়ায় প্রাথমিক শিক্ষকদের আন্দোলন

৩৭০ ধারা বিলোপ প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, দেশের একটি রাজ্য কমে গেল। এসবের কোন দরকার ছিল না দাবী করে তিনি বলেন, বহুভাষাভাষির দেশ আমাদের। সব জায়গায় এক নিয়ম হতে হবে এমন কোন মানে নেই।

Biman Basu lost his patience
নিজস্ব চিত্র

দলের কথা মানুষের কাছে বেশী বেশী পৌঁছে দিতেই বাঁকুড়ায় সোশ্যাল মিডিয়া সেল চালু হলো বলে এদিন তিনি জানান। এদিন দলের এই কর্মসূচীতে বিমান বসু ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র, জেলা সম্পাদক অজিত পতি প্রমুখ।

Biman Basu lost his patience
নিজস্ব চিত্র

পরে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে শ্রীনগর বিমানবন্দরে আটকানোর প্রতিবাদে বিমান বসুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিলে পথ হাঁটেন দলীয় নেতা কর্মীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here