নতুন প্রজন্মকে জায়গা ছেড়ে পদ থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ বিমান বসুর

0
67

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

নতুন প্রজন্মকে দলে বেশি করে জায়গা ছেড়ে দেওয়া উচিত, মত বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর। সেকারণেই এবার চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন বর্ষীয়ান সিপিআইএম নেতা বিমান বসু। দলে থাকবেন কিন্তু পদে নয়, নিজের ঘনিষ্ঠ মহলে এমনই ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

Biman basu
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু

২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের ভরাডুবির পর থেকেই একের পর এক বিপর্যয়ের মুখে পড়েছে দল। শেষে ২০২১ এর বিধানসভা নির্বাচনের ফল বেরোতে দেখা গেলো বামশূন্য বিধানসভা। কর্মী-সমর্থকরা বেশিরভাগই তার দোষ চাপিয়েছেন নেতৃত্বের ঘাড়েই। এছাড়াও এখন বিমানবাবুর বয়স ৮১ বছর। কিছুটা বার্ধক্য জনিত কারণেও নতুনদের জায়গা ছেড়ে দিয়ে গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান।

উল্লেখ্য, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৭৫ ঊর্ধ্ব কোনও নেতাকেই আর সক্রিয়ভাবে পার্টির কাজে লাগানো হবে না। পলিটব্যুরো, কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটিতেও এই বয়সের মাপকাঠিই প্রযোজ্য হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ তিন কৃষি আইন প্রত্যাহারে একটি বিস্তারিত বিল আনার প্রস্তুতি শুরু, থাকতে পারে এমএসপি ইস্যুও

৭৫ বছরের ঊর্ধ্ব নেতাদের জন্য পেনশনের ব্যবস্থা করার প্রস্তাবও উঠেছে তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও। এর আগে সূর্যকান্ত মিশ্রও দলের সব পদ থেকে সরে যাওয়ার কথা জানিয়েছিলেন, এবার সেই পথে হাঁটতে চাইছেন বর্ষীয়ান সিপিআইএম নেতা বিমান বসুও।

আরও পড়ুনঃ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৃণমূলের বৈঠক আপাত ফলপ্রসূ, আর হবে না হিংসা মিলেছে আশ্বাস

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here