আগে রাম পরে বাম অর্থের বিনিময়ে প্রচার, দাবি বিমানের

0
122

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

সিপিএম প্রার্থী মধুজা সেনরায়ের সমর্থনে ঝাড়গ্রাম শহরের বলাকা মঞ্চে বিমান বসুর উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয় । সাধারণ সভায় মধুজা ছাড়াও উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃত্বরা ।

biman bose | newsfront.co
সাংবাদিক সম্মেলনে বিমান বসু ৷ নিজস্ব চিত্র

এদিন বিমান বসু বলেন ,” আগে রাম পরে বাম এই প্রচারটা যারা করছে তারা অর্থের বিনিময়ে করছে ।নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছে । এই প্রচারটা যারা করছে তাঁরা আরএসএস বা বিজেপির লোকজন । বাম যখন পশ্চিমবঙ্গে ছিল তখন রাম কোথায় ছিল । রাম তো ঢুকলো তৃণমূলের হাত ধরে । সেই তৃণমূলের নেত্রী আরএসএস- র অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন এরা সবচেয়ে বড় দেশ ভক্ত না এলে বুঝতেই পারতাম না ।

genarel meeting | newsfront.co
নিজস্ব চিত্র

আমার মনে হয় অতীতের ভোটে যারা বামকে সমর্থন করে তারা ভোট দিতে পারেনি ।তাঁদের মধ্যেই অনেকে এবার বামপন্থীদের ভোট দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছে” ।অমিত শাহের সভা প্রসঙ্গে তিনি বলেন , “আরএসএস -র যেখানে প্রার্থী থাকবে সেখানেই অমিত শাহ যাবেই । এখানের চারটি আসনেই আরএসএস সমর্থিত প্রার্থী তাই অমিত শাহ আসবেই । যেখানে আরএসএস -র প্রার্থী থাকবে সেখানেই অমিত শাহ যাবেই আমি লিখে দিতে পারি” ।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে আবারও তৃণমূলে ভাঙন

নন্দীগ্রামের ঘটনায় জেলা শাসক ও পুলিশ সুপারের বদলি প্রসঙ্গে বিমান বসু বলেন , ” আমি একটু আগে বিষয়টি শুনলাম । উনার  নমিনেশন জমা দেওয়া পর্যন্ত কমিশনকে জানিয়ে ছিলেন । নির্বাচন কমিশন নির্দেশ দেন ভিভিআইপিদের ক্ষেত্রে তাঁদের কর্মসূচির আগে থেকে জানাতে হবে ।

উনি নমিনেশন জমা দেবেন বলে জানিয়েছিলেন কমিশনকে কিন্তু বাজারে যাবেন, ঘুরবেন , বিরুলিয়াতে যাবেন এটা তো উনি কমিশনকে জানাননি । উনি না জানিয়ে চলে যান আর তাতে সমস্যায় পড়তে হয়েছে আইপিএস অফিসারদের” ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here