বাম-কংগ্রেস বৈঠকে আব্বাস সিদ্দিকীকে আমন্ত্রণ বিমান বসুর

0
83

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

আগামী ষোলই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন ফের আসন সমঝোতা নিয়ে বসছে বাম-কংগ্রেস। এই বৈঠকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে ফুরফুরা শরীফের পীর আব্বাস সিদ্দিকীকে থাকার জন্য চিঠি দিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে জোটে শরিক করতে মরিয়া বামেরা।

left congress | newsfront.co
প্রতীকী চিত্র

এর আগে আলোচনার প্রস্তাব দিয়ে বিমান বসুকে চিঠি দিয়েছিলেন আব্বাস সিদ্দিকী। বামেরা চাইছে সেদিন একসঙ্গে বসুক তিনপক্ষই। সেজন্যই আগামি বৈঠকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বকে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয় বলে খবর।আব্বাস সিদ্দিকীর চিঠির প্রাপ্তিস্বীকার করে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেছিলেন,’আমরা আইএসএফের সঙ্গে বোঝাপড়া হোক চাই। শামিল হোক কংগ্রেসও।তিন পক্ষকে এক জায়গায় আসতে হবে।’

আরও পড়ুনঃ রাম – দুর্গা প্রসঙ্গে চন্দ্রকোনারোডে মুখ খুললেন দিলীপ

বস্তুত, সিপিএমের উদ্যোগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে বার্তা পাঠিয়েছেন আইএসএফ নেতা নওয়াজ সিদ্দিকী। আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোটের গুরুত্ব বোঝাতে ইতিমধ্যেই সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা আবদুল মান্নান। এতেই স্পষ্ট, ফুরফুরা শরিফের পীরজাদাকে জোটের শরিক করতে আপত্তি নেই বিধান ভবনেরও।

‘মিঞা-বিবি রাজি তো ক্যা করেগা কাজি’ হলেও চূড়ান্ত সমঝোতা নিয়ে রয়েছে বিস্তর গোলমেলে অঙ্ক। সূত্রের খবর, সিপিএম নেতৃত্ব মনে করছে, দক্ষিণ ২৪ পরগনা, বসিরহাট, মুর্শিদাবাদ, মালদহ, দুই দিনাজপুর-সহ রাজ্যের সংখ্যালঘু আসনগুলিতে তুরুপের তাস হতে পারেন আব্বাস সিদ্দিকী। কিন্তু মালদহ, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরে কংগ্রেসের প্রভাব যে এখনও রয়েছে তা অস্বীকার করার জায়গা নেই। সেক্ষেত্রে সমঝোতায় কংগ্রেসের নমনীয়তা বাঞ্চনীয়।

আরও পড়ুনঃ লক্ষ্য বঙ্গ দখল, ঘণ্টায় ৫০ লক্ষ মেসেজ ছড়ানোর নির্দেশ শাহের

সূত্রের খবর, আইএসএফ-কে জায়গা দিতে ২:১ ফর্মুলায় হাঁটতে পারে সিপিএম। সেক্ষেত্রে ১৫টি আসন কংগ্রেস ছাড়লে বামেরা ছাড়বে ৩০টি। এর আগে আব্বাস ৪৪টি আসনই দাবি করছেন বলে খবর। আলিমুদ্দিন নেতৃত্বের ফর্মুলায় তা সম্ভব। তিন শিবিরের নেতৃত্বের একসঙ্গে আলোচনা তাই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সেই উদ্যোগই নিলেন বিমান বসু। ১৬ ফেব্রুয়ারির বৈঠকে মুখোমুখি বসতে চলেছে বাম, কংগ্রেস ও আইএসএফ। রফাসূত্র মিললে, আসন্ন নির্বাচনে সংখ্যালঘু ভোট ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে বলে মত অনেকের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here