মনিরুল হক, কোচবিহারঃ
খুব শীঘ্রই একুশের বিধানসভা নির্বাচন ঘোষণা হতে চলেছে। নির্বাচন ঘোষণা হলে নতুন কোন কাজের শিলান্যাস কিংবা শুভ সূচনা করা যাবে না। আর তাই রাজ্য সরকার তড়িঘড়ি সমস্ত উন্নয়নমূলক কাজ শুরু করার নির্দেশ দিয়েছে। আজ মাথাভাঙ্গা ১ নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত পচাগর গ্রাম পঞ্চায়েতের ভেড়ভেড়ী মানাবারি গ্রাম এলাকায় পাড়ায় সমাধান প্রকল্পে একটি কবরস্থান ঘেরার কাজের সূচনা হয়।
এই কাজের শুভ সূচনা করেন মাথাভাঙ্গার বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা বর্মন, ব্লকের বিডিও সম্বল ঝা, পচাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান উদয় সরকার, এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য তথা মাথাভাঙ্গা ১ নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কল্যাণী রায়, মাথাভাঙ্গা পুরসভার চেয়ারপার্সন লক্ষপতি প্রামানিক, উপপ্রধান কবিতা বর্মন সহ বিশিষ্ট জনেরা।
আরও পড়ুনঃ খুলছে স্কুল, কোভিড বিধি পরিদর্শনে বিডিও
এদিন বিনয় কৃষ্ণ বর্মন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “পাড়ায় সমাধান প্রকল্পে এই কবরস্থান ঘেরাও সহ বিভিন্ন পরিকাঠামো গড়ে তোলার দাবি উঠেছিল। পরে এর জন্য মাইনোরিটি ডেভেলপমেন্ট ফান্ড থেকে প্রায় কুড়ি লক্ষ টাকা বরাদ্দ করা হয়। এদিন এই কাজের আনুষ্ঠানিক সূচনা হল।” বিডিও সম্বল ঝা বলেন, “এই কবরস্থানটিতে বাউন্ডারি ওয়াল, একটি বিশ্রামাগার ও রাস্তা তৈরি করা হবে।” কবরস্থানের উন্নতিতে খুশি এলাকার বাসিন্দারা। এই অনুষ্ঠানে এলাকার যে সকল মানুষজন উপস্থিত ছিলেন, শেষে তাদের মিষ্টিমুখ করানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584