মাথাভাঙায় তৃণমূলের যুব যোদ্ধাদের নিয়ে সভা মন্ত্রী বিনয় কৃষ্ণের

0
115

মনিরুল হক, কোচবিহারঃ

Binay Krishna Barman | newsfront.co
নিজস্ব চিত্র

খুব শীঘ্রই একুশের বিধানসভা নির্বাচন ঘোষণা হতে চলেছে, হাতে মাত্র কয়েকটি দিন বাকি। তারপরেই একুশের বিধানসভা নির্বাচনের প্রার্থীদের নির্বাচনীয় প্রচার জোরকদমে শুরু হয়ে যাবে। তার আগেই আজ মাথাভাঙা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের অফিসে চ্যাংড়াবান্ধায় তৃণমূল যুব কংগ্রেসের প্রত্যেক অঞ্চলের বাছাই বাছাই যুব যোদ্ধাদের নিয়ে সভা করলেন মাথাভাঙার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন।

এদিন বিনয় কৃষ্ণ বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন, ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হরিপদো মিত্র, তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলার সহ-সভাপতি রাজীব দত্ত, তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সম্পাদক অতনু সাহা প্রমুখ।

আরও পড়ুনঃ দিনহাটায় উদয়নকে আর প্রার্থী নয়, দাবি উঠল তৃণমূলের সভা থেকে

এদিন সভা শেষে মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন বলেন, ‘আসন্ন একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করার জন্য নির্বাচনীয় রণকৌশল এবং প্রচার রণকৌশল ঠিক করতে এই সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বুথ থেকে প্রত্যেক বাড়ি বাড়ি মমতা ব্যানার্জির ১০ বছরের উন্নয়নের কথা তুলে ধরবার জন্য যেতে হবে।’

আরও পড়ুনঃ কংগ্রেস মালদা-মুর্শিদাবাদে আসন ছাড়বে না বলতেই মুখে কুলুপ সিদ্দিকীদের

পাশাপাশি এদিন আজকের সভা খুব সুন্দর এবং ভাল হয়েছে বলে দাবি করেন তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলার সহ-সভাপতি রাজীব দত্ত ও সম্পাদক অতনু সাহা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here