নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক সেরে এদিন দুপুর ১২টা ৪৫ নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাং ও জিটিএর চেয়ারম্যান অনিত থাপা। এরপর বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি বিনয় তামাং।
তিনি বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক বৈঠক হয়েছে সেটায় তারা সফল। এরপর তিনি সোজা সড়ক পথ দিয়ে সোজা চলে যান দার্জিলিংয়ের উদ্দেশ্য। তবে এদিন বিনয় তামাং ও অনিত থাপাকে স্বাগত জানতে বিমানবন্দরে ভিড় করেন বিনয় পন্থীরা। দীর্ঘ তিন বছরের আত্মগোপন করে থাকার পর প্রকাশ্যে আসেন প্রাক্তন মোর্চা সভাপতি বিমল গুরুং।
আরও পড়ুনঃ বঙ্গ বিজেপির অন্দরের বিভেদ স্পষ্ট শাহের সম্মুখেই
বিমল গুরুং ফিরে আসার পর তিনি ঘোষনা করেন পাহাড়ের উন্নয়নের জন্য রাজ্যের শাসক দলের সাথে হাত মিলিয়ে কাজ করবেন। এরপরই পাহাড়ে বিমল পন্থীরা সক্রিয় হয়ে ওঠে। কি ভূমিকায় থাকবে বিনয় ও অনিত থাপা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহলে।
তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বিনয় ও অনিত থাপাকে আলোচনায় ডাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চলতি মাসের ৩ তারিখ দীর্ঘক্ষন নবান্নে বৈঠকের পর বিনয় তামাং জানিয়ে ছিলেন তারা বৈঠকে খুশি। শুক্রবার কলকাতা থেকে বাগডোগরা বিমান বন্দরে ফেরেন বিনয় তামাং ও অনিত থাপা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584