বিনয় তামাংকে নবান্নে তলব মুখ্যমন্ত্রীর

0
120

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

তিন বছর ফেরার থাকার পর কিছুদিন আগেই আচমকা সশরীরে কলকাতায় হাজির হয় তৃণমূলকে আগামী বিধানসভা নির্বাচনে সমর্থন করার কথা ঘোষণা করেছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। পাহাড়ের অশান্ত রাজনীতি ঠান্ডা করতে এবার তার বিরোধী গোষ্ঠী বিনয় তামাংকে নবান্নে ডেকে পাঠালেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ডেকে পাঠানো হয়েছে অনীত থাপাকেও। আগামী মঙ্গলবার, ৩ নভেম্বর তাঁরা সকলে নবান্নে আসছেন বলে জানা গিয়েছে।

binay tamang | newsfront.co
বিনয় তামাং

পঞ্চমীর দিন আচমকাই কলকাতায় এসে হাজির হয়েছিলেন বিমল গুরুং। জানিয়েছিলেন, জেলে গেলেও সমর্থন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেই। আর ঠিক তার পর থেকেই বিনয় তামাং অনীত থাপা গোষ্ঠী বিমল গুরুংয়ের বিরোধিতা শুরু করে দেয়। আজ, শনিবারই এরকম পাহাড়ে এর প্রতিবাদে বেরোয় শান্তি মিছিল।

আরও পড়ুনঃ ভরদুপুরে অগ্নিকান্ড! চাঞ্চল্য সেক্টর-৫ এ

বিমল গুরুং কে মোটামুটি নিজেদের সমর্থনে নিয়ে আসতে পারলেও বিনয় তামাংয়ের কার্যকলাপ ফের রাজ্য প্রশাসন কে অসুবিধায় ফেলতে পারে তা আন্দাজ করতে পারছেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই আগামী মঙ্গলবার তাদের তলব করে কথা বলতে চেয়েছেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনের আগে পাহাড়ে যাতে কোনো অশান্তি স্ফুলিঙ্গ বিরোধী আগুন না হয়ে উঠতে পারে, তার জন্য এ বৈঠক করা হবে বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here