নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে বাগডোগরা বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাং।
এরপর তিনি বলেন যে, “আগামীকাল নবান্নে তিনটে নাগাদ বৈঠক রয়েছে। এবং পাহাড়,তরাই ও ডুয়ার্সের উন্নয়ন নিয়ে বৈঠক করতে যাচ্ছি। আমার সাথে জিটিএর চেয়ারম্যান অনিত থাপাও যাচ্ছে। এবং বিমল গুরুং কোন বিষয় নয়।”
আরও পড়ুনঃ ‘মুখ্যমন্ত্রী পাহাড়ে আগুন জ্বালাতে চাইছে’, বাগডোগরা বিমান বন্দরে বললেন লকেট
এর পাশাপাশি তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। ভারতবর্ষের আইনের প্রতি তার আস্থা ও বিশ্বাস আছে। এবং বিমল গুরুং প্রকাশ্যে আসতেই পাহাড়ে বিমল পন্থীরা মিছিল করে, সেই প্রসঙ্গে তিনি বলেন, পাহাড়ের মানুষ তার উপরে ক্ষিপ্ত হয়ে রয়েছে।
আরও পড়ুনঃ ফের মুর্শিদাবাদে আল-কায়দা যোগ সন্দেহে গ্রেফতার আরও ১
তাই তাদের ক্ষোভ বহিঃপ্রকাশ করতে বিমল পন্থীরা নয় সাধারণ মানুষ মিছিল করছে। তাই পাহাড়ে ফিরলে বিমল গুরুং, রোশন গিরি ভয়ের বিষয় নয়, বিনয় তামাং ওদের দুজনের ভয়ের বিষয় হয়ে দাঁড়াবে। এবং বর্তমানে পাহাড় শান্ত রয়েছে। এখন পর্যটকরা আসছে যাচ্ছে বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584