নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বিমল গুরুং পাহাড়ে ফিরে ভোটে তৃণমূলকে সমর্থনের কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন। একই সঙ্গে সরব হয়েছেন জিটিএ-র দুর্নীতি নিয়ে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের উপর চাপ বাড়তে পাহাড়বাসীর ন্যায্য সাংবিধানিক অধিকার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার বর্তমান সভাপতি বিনয় তামাং। চিঠিতে গোর্খাল্যান্ডের দাবির উল্লেখ করেছেন তামাং, চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।
পাহাড়বাসীর একাংশের গোর্খাল্যান্ডের দাবি অনেকদিনের এবং বিনয় তামাং ও অনেকদিন ধরেই সরব এই ইস্যুতে। তবে গত তিন বছর ধরে অবশ্য এ ইস্যু নিয়ে তেমন মুখ খুলতে দেখা যায়নি তাঁকে। গুরুং ফিরতেই আবার নতুন করে পাহাড়বাসীর আবেগ উস্কে দিয়ে প্রধানমন্ত্রীর কাছে পৃথক রাজ্যের দাবি জানিয়েছেন তিনি।
পৃথক রাজ্য গঠনের স্বপক্ষে বিনয় তামাং প্রধানমন্ত্রীকে লিখেছেন যে, ‘পূর্ব হিমালয়ের অঞ্চলের অংশ দার্জিলিং। একমাত্র এই এলাকাই উত্তর-পূর্ব ভারত থেকে আলাদা। ভৌগলিক ও আবহাওয়ার দিক দিয়ে দার্জিলিংয়ের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের বহু মিল রয়েছে। তা সত্ত্বেও ডেভেলপমেন্ট অব নর্থ-ইস্ট রিজিওনের অধীনে নেই দার্জিলিং, কালিম্পং, তরাই ও ডুয়ার্স। নর্থ-ইস্ট কাউন্সিলের আইন অনুসারে সংশ্লিষ্ট এলাকাকে ডেভেলপমেন্ট অব নর্থ-ইস্ট রিজিওনের অধীনে আনা হলে স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন।’
আরও পড়ুনঃ শুভেন্দু ‘তোলাবাজ’ দিলীপ ঘোষ ‘গুণ্ডা’- গঙ্গারামপুরের সভা থেকে পাল্টা অভিষেক
বিনয়ের আরও যুক্তি, অর্থনৈতিক ভাবে দার্জিলিং পিছিয়ে রয়েছে। পরিকাঠামো উন্নয়নেও ঘাটতি আছে। তাই ডেভেলপমেন্ট অব নর্থ-ইস্ট রিজিওন এর সঙ্গে যুক্ত করে দার্জিলিংয়ের উন্নয়নের দাবি জানাচ্ছেন তিনি। তাতে উপকৃত হবে গোর্খারা।
আরও পড়ুনঃ ‘কো-উইন’ অ্যাপ ডাউনলোড করতে নিষেধ কেন্দ্রের
বিমল গুরুং পাহাড়ে ফিরতেই ভোটের মুখে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে পৃথক রাজ্যের দাবি তুলে মমতা ঘনিষ্ঠ বিনয় কি তাহলে অন্য কোনও ইঙ্গিতও দিচ্ছেন? এই প্রশ্নই এখন দেখা দিচ্ছে সংশ্লিষ্ট মহলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584