বিজেপিতে যোগদানের পর প্রকাশ্য জনসভায় তৃণমূলকে তোপ বিপ্লবের

0
36

শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুরে লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হওয়ার পর তৃণমূলের জেলা সভাপতি পদ থেকে বিপ্লব মিত্রকে সরিয়ে দেওয়া হয়।

নিজস্ব চিত্র

জেলা সভাপতির পদে নিযুক্ত হন অর্পিতা ঘোষ। আর তারপর থেকেই বিপ্লববাবু বিজেপিতে যাওয়ার জল্পনা শুরু হয়।কিছুদিনের মধ্যেই দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব হাত ধরে তিনি বিজেপিতে যোগদান করেন।

যোগদান করার পর এই প্রথম প্রকাশ্যে সভা করলেন তিনি।২৩ আগস্ট গঙ্গারামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি ক্লাবে পথসভার মধ্য দিয়ে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন।

আরও পড়ুনঃ বহরমপুরে বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস পালন

বিপ্লব বাবু বলেন ১৯৭৭ সালে যখন সিপিএম কে দক্ষিণ দিনাজপুর থেকে তারানো হয়েছিল ঠিক একি ভাবে দক্ষিণ দিনাজপুরের তৃণমূলকে নাম নিশানা মুছে দেবার হুঙ্কার দেন।

একই সাথে তিনি আরো বলেন দুর্গাপুজোর পর থেকেই নতুনভাবে মাঠে নামছেন তিনি।
এই পথসভায় বিপ্লববাবু পাশাপাশি উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র।গঙ্গারামপুর সহ জেলা তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তিনি চ্যালেঞ্জ করে বলেন দক্ষিণ দিনাজপুরের ৬টি বিধানসভার মধ্যে একটিও দখল করতে পারবে না তৃণমূল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here