নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বির্তকিত মন্তব্যে দেশে পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব বিপ্লব দেব। আবারও সেই রকম মন্তব্য করে শিরোনামে ত্রিপুরার মুখ্যমন্ত্রী। বিজেপি সরকার টিকিয়ে রাখার উপায় বলে এবার রীতিমতো হইচই ফেলে দিলেন তিনি। যদি সকলে নিজেদের বাড়িতে স্বামী বিবেকানন্দের ছবি ও বাণী টাঙিয়ে রাখেন, তাহলে সে রাজ্যে ৩০-৩৫ বছর ধরে ক্ষমতায় থাকতে পারবে বিজেপি, এমন মন্তব্য করে আবার সংবাদ শিরোনামে এসেছেন বিপ্লব দেব।
আগরতলায় রাজ্য মহিলা মোর্চা এগজিকিউটিভ কমিটির বৈঠকে বিপ্লব কুমার দেব বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি এতদিন দেখছেন, কমিউনিস্ট নেতারা জ্যোতি বসু, জোসেফ স্ট্যালিন, মাও সে তুংয়ের ছবি তাঁদের ড্রয়িং রুমে টাঙিয়ে রাখেন। দরজায় তাঁরা এসব ছবি রাখেন। বলা-ই বাহুল্য বাম সরকার দীর্ঘদিন টিকে থাকার অতীতও তাঁর দেখা। অতএব সেই সূত্র ধরে এবার স্বামীজীর ছবি বাড়িতে রাখার নিদান দিলেন তিনি।
আরও পড়ুনঃ টিআরপি জালিয়াতির অভিযোগে রিপাবলিক টিভিকে নোটিস পাঠাল মুম্বাই পুলিশ
এরপর ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, ”আমরা আমাদের আদর্শ ও সংস্কৃতি দিয়ে দলকে আগলে রাখব। ত্রিপুরার ৮০ শতাংশ বাড়ির বাসিন্দারা যদি স্বামী বিবেকানন্দের ছবি টাঙান, তাহলে এই সরকার আরও ৩০-৩৫ বছর ধরে ক্ষমতায় থাকবে।“ রাজ্যের বাড়িতে বাড়িতে স্বামীজির ছবি যাতে টাঙানো হয়, মহিলা মোর্চাকে সেই আর্জি জানান বিপ্লব।
প্রসঙ্গত উল্লেখ্য, গত অগাস্টে করোনা আক্রান্ত রোগীদের স্বামী বিবেকানন্দের বই বিতরণ করেছিলেন মুখ্যমন্ত্রী, উদ্দেশ্যে ছিল করোনা আক্রান্ত রোগীদের মনোবল বাড়ানো। এবার সরকার টিকিয়ে রাখতেও স্বামীজিতে ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584