নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
তৃণমূলে যোগ দিলেন বিপ্লব মিত্র ও তাঁর ভাই প্রশান্ত মিত্র। আজ, শুক্রবার তৃণমূল ভবনে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
২০১৯ লোকসভা নির্বাচনের পর গেরুয়া শিবিরে যোগ দেন বিপ্লব মিত্র। তাঁর ভাই প্রশান্ত মিত্র ছিলেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান। বিপ্লব মিত্র দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিছু দিন ধরেই গুঞ্জন চলছিল বিজেপি ছাড়তে চলেছেন বিপ্লববাবু। অবশেষে আজ তৃণমূল ভবনে দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র ফের যোগ দিলেন তৃণমূলে।
আরও পড়ুনঃ তৃণমূলের ‘সোজা বাংলায় বলছি’-র পাল্টা জবাব বাবুল, সৌমিত্র-র
এদিন তৃণমূলে যোগ দিয়ে বিপ্লব মিত্র বলেন, “১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছিলাম। আমাকে দিদি উত্তরবঙ্গে নানা দায়িত্ব দিয়েছিলেন। আমাকে জেলার সভাপতিও করা হয়েছিল। ঘাত-প্রতিঘাতে দল করেছি। যে কোনও কারণে মাঝে বিচ্যুত হয়েছিলাম। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে আমার ভাই ও আমি আবার আমাদের ঘরে ফিরে এলাম। আমাদের একটাই লক্ষ্য দলকে শক্তিশালী করা। এবার পার্টিকে সংবদ্ধ করে যড়যন্ত্রের সঠিক জবাব দেওয়ার চেষ্টা করব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584