নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

সোমবার সন্ধ্যায় ৩৩ তম বর্ষে বুনিয়াদপুর পীরতলা ঐতিহ্যমন্ডিত লোকসংস্কৃতি বাউল উৎসবের শুভ সূচনা হল। এইদিন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বুনিয়াদপুরের ঐতিহ্য মন্ডিত লোকসংস্কৃতি বাউল উৎসবের শুভ সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের চেয়ারম্যান বিপ্লব মিত্র। পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শার্দুল মিত্র, বুনিয়াদপুর পুরসভার পৌরপতি অখিল চন্দ্র বর্মন, উপ-পৌরপতি জয়ন্ত কুন্ডু সহ বুনিয়াদপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

জানা যায় আগামী পাঁচ দিন দিবারাত্রি ব্যপী অনুষ্ঠিত হবে বুনিয়াদপুরের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি বাউল উৎসব। কমিটি সূত্রে জানাযায় অন্যান্য বারের মতই বহু দূর দূরান্ত থেকে আগত বাউল শিল্পী সমন্বয়ে মুখরিত হবে ঐতিহ্যমণ্ডিত লোক সংস্কৃতি বাউল উৎসব প্রাঙ্গণ।
আরও পড়ুনঃ দুটি নয়া রুটের সূচনা দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার
এছাড়াও এবছর বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন জি বাংলা সারেগামাপা খ্যাত শিল্পী সম্পা বিশ্বাস। উদ্যোক্তারা যথেষ্টই আশাবাদী। সম্পূর্ণ কোভিড সুরক্ষা মেনে আয়োজিত হচ্ছে এবছরের বাউল উৎসব। পাঁচদিন হাজারে হাজারে মানুষের ঢল নামবে পীরতলা বাউল উৎসব প্রাঙ্গণে বলে উৎসব কমিটির আশা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584