‘এনকাউন্টার’ মন্তব্যের জেরে বীরভূমের বিজেপি সভাপতি ধ্রুব সাহাকে শোকজ কমিশনের

0
81

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

অনুব্রতর গড়ে এই ঘটনায় খানিক অস্বস্তিতে বিজেপি। রাজ্যে এত দফা ভোটে বীরভূমে ভোট একেবারে শেষ দফায় অর্থাৎ ২৯ এপ্রিল। নির্বাচনী প্রচার স্বাভাবিকভাবেই তুঙ্গে। ক’দিন আগে নানুরে প্রচারে গিয়ে স্থানীয় তৃণমূল নেতা শেখ আলম বলেছিলেন, “আমরা যারা সংখ্যালঘু, তারা ৩০ শতাংশ। বাকিরা ৭০ শতাংশ। এই ৭০ শতাংশ নিয়ে ওরা গদিতে বসবে।

ec | newsfront.co
প্রতীকী চিত্ৰ

আমরা যদি এই ৩০ শতাংশ লোককে নিয়ে একদিকে হয়ে যাই, তাহলে চার-চারটে পাকিস্তান তৈরি হয়ে যাবে।” তাঁর সেই বিতর্কিত মন্তব্যের ভিডিও ভাইরাল হয়। টুইটে তা শেয়ার করে তীব্র বিরোধিতায় নামে বিজেপি। পরে অবশ্য নিজের ভুল বুঝে শেখ আলম ক্ষমাও চেয়ে নেন। রবিবার জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা সেই বিতর্ক ফের উসকে দিলেন।

আরও পড়ুনঃ মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের ইস্তফা

রবিবার ধ্রুব সাহা বলেছিলেন, তৃণমূলের শাসন ব্যবস্থায় পাকিস্তান হবে একথা বলা যায়। কিন্তু বিজেপির শাসন ব্যবস্থায় পাকিস্তান তৈরি হবে বললে ‘এনকাউন্টার হবে। যারা ভারতকে চারখানা পাকিস্তান করবে বলবে, যারা পাকিস্তানের ‘ডন’ পত্রিকার এডিটরকে ডেকে এনে বলবে, দেখুন আমি কী সুন্দর মিনি পাকিস্তান বানিয়েছি, তাদের এনকাউন্টার করা হবে না তো কি গলায় মালা পরানো হবে? ভারতে থেকে পাকিস্তান জিতলে যারা বোম ফাটাবে, তাদের এনকাউন্টারই করা হবে।

২ মে রাজ্যে বিজেপি সরকার হবে। নানুরে ভাই তারক সাহা জিতবে এবং এখানে যারা দেশদ্রোহিতা করবে, যারা পাকিস্তান জিন্দাবাদ বলবে, তাদের নিশ্চিত এনকাউন্টার হবে। বিজেপি নেতার এই মন্তব্যকে প্রকারান্তরে সমর্থন করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ । অন্যদিকে এর বিরোধিতায় কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। বিতর্কিত মন্তব্যের কয়েকঘণ্টার মধ্যেই ওই বিজেপি নেতাকে শোকজ করল কমিশন। ভোটের মুখে এই ঘটনায় নিঃসন্দেহে অস্বস্তিতে বোলপুরের গেরুয়া শিবির, তা বলাই বাহুল্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here