পিয়ালী দাস, বীরভূমঃ
রামপুরহাট শহরের যানজট মুক্ত করার জন্য এদিন মহিলা সিভিকদের নিয়োগ করল বীরভূম জেলা পুলিশ। তাদেরকে ট্রাফিক ড্রেস তুলে দিলেন মহকুমা পুলিশ আধিকারিক সায়ন আহমেদ ও রামপুরহাট থানা আধিকারিক দেবাশীষ ঘোষ।
শহরে বেড়ে চলা যানজট পাশাপাশি শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখার তাগিদে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সিসিটিভি ক্যামেরা বসানো হলো বগটুই মোড়, সানঘাটামোড়, ডাকবাংলো পাড়া এছাড়া শহরের কিছু গুরুত্বপূর্ণ জায়গায়।
এদিন ১৪ জন মহিলা সিভিক নিয়োগ হল এই কাজে এছাড়া ২৩টি ক্যামেরা বসানো হলো। মোলায়েম ট্রাফিক ব্যবস্থা চালু করতে এবং পাশাপাশি শহরে চুরি রুখতে রামপুরহাট পুরসভার উদ্যোগে ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় শহরের প্রধান জায়গায় সর্বমোট ২৪টি সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ শুরু হলো।
আরও পড়ুনঃ ডেবরায় বিরোধীদের ছবি করে দেওয়ার হুমকি সেলিমের গলায়
জানা গেছে, শহরের মধ্যে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছিল। সেই প্রেক্ষিতে রামপুরহাট পুরসভা এলাকায় বেশ কয়েকটি সিসিটিভি লাগানোর প্রস্তাব নেওয়া হয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের যৌথ বৈঠকে। পুরসভার তরফে জানানো হয় পুলিশ প্রশাসনের তরফে আবেদনের ভিত্তিতে প্রধান প্রধান জায়গায়গুলোতে এই সিসিটিভি লাগানোর কথা বলা হয়।
আরও পড়ুনঃ মালদা সফরে, মমতাকে ‘জয় শ্রীরাম’ খোঁচা নাড্ডার
রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সায়ন আহমেদ জানান, চুরি রোধ ছাড়াও সচল ট্রাফিক ব্যবস্থা বজায় রাখতে বেশ কতগুলো ব্যবস্থা নেওয়া হচ্ছে। যার মধ্যে অন্যতম হলো শহরের গুরুত্বপূর্ণ জায়গায় এই সিসিটিভি ক্যামেরা লাগানো।
এছাড়াও, জোর বিজোড় টোটো চালানোর ক্ষেত্রে এই ব্যবস্থা জরুরী। এমনিতেই শহরে টোটোর সংখ্যা বেশী। তারা যেন অযথা শহরের রাস্তায় যানজট তৈরী করে সেটা দেখা হবে। পাশাপাশি, জাতীয় সড়কে টোটো চলাচলে নিষেধাজ্ঞা থাকছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584