পিয়ালী দাস,বীরভূমঃ
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা বীরভূম জেলা পুলিশ।শনিবার সিউড়ি পুলিশ লাইনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।৫৪ জন কৃতী ছাত্র-ছাত্রীদের উপহার দিয়ে সম্মান জানানো হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং,অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল, আইসি সিউড়ি দেবাশীষ পান্ডা, সহ অন্যান্য পুলিশ আধিকারিকবৃন্দ।
অনুষ্ঠানে বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং বক্তব্য রাখতে গিয়ে বলেন, ছাত্র-ছাত্রীরা যারা দেশের ভবিষ্যৎ তারা যেন কোনো চাপের কাছে নতি স্বীকার না করে মনের ইচ্ছাকে বেশি গুরুত্ব দেয়।জীবন গড়তে তিনি মনের কথা শোনার পরামর্শ দেন। তাছাড়া তিনি বলেন সঠিকভাবে খেলাধুলা করতে হবে তাতে শরীর সুস্থ থাকবে। জীবনে যে পরিস্থিতি আসুক না কেন কখনো নেতিবাচক মানসিকতা নিজের মধ্যে গড়ে তুলবেন না।জীবনের প্রতিটা মুহূর্ত হচ্ছে লড়াই।
আরও পড়ুনঃ কংগ্রেসের ইদ মিলনী উৎসব জলঙ্গীতে
এদিনের অনুষ্ঠান থেকে পুলিশ সুপার ঘোষণা করেন, বীরভূম জেলা পুলিশের বিভিন্ন পদে থাকা অফিসাররা নিজেদের বেতন থেকে ২৪ জন দুঃস্থ ছাত্রছাত্রীদের আগামী দুই বছর পড়াশোনার জন্য আর্থিক সাহায্য করবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584