নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
রাজস্থান, কেরালা, মধ্য প্রদেশের পর হিমাচল প্রদেশ থেকেও এবার বার্ড ফ্লু-র খবর পাওয়া গেল। প্রশাসন জানিয়েছে যে কাঙ্গরা জেলায় পঙ্গ ড্যাম লেকে যে সমস্ত পরিযায়ী পাখির মৃত্যু হয়েছে তারা বার্ড ফ্লুর শিকার হয়েছে।
রাজস্থানে এখনও পর্যন্ত ৪২৫টি পাখির মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল ঝালওয়ার জেলাতেই নিশ্চিতভাবে বার্ড ফ্লু হয়েছে, বলে জানিয়েছে প্রাণীসম্পদ দফতর। এদিকে, ভাইরাসের প্রসার রোধ করতে কেরালার কোট্টায়াম ও আলাপুজা জেলায় ৪০ হাজার পাখিকে মারা হবে।
আরও পড়ুনঃ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে পঠন-পাঠন শুরু করার দাবিতে বিক্ষোভ- মিছিল
অন্যদিকে, হিমাচল প্রদেশে মৃত্যু হয়েছে মোট ১৮০০টি পরিযায়ী পাখির। টেস্ট করে দেখা গিয়েছে এদের সবার বার্ড ফ্লু ছিল। বর্তমানে কোনও পোলট্রি, মাছ ইত্যাদি চারটি সাব ডিভিশনে বিক্রি করা যাবে না বলে জানিয়েছেন কাঙ্গরার জেলাশাসক।
যেখানে বার্ড ফ্লু পাওয়া গিয়েছে তার এক কিলোমিটারের মধ্যে স্থানীয় ও পর্যটকদের যাওয়াও নিষিদ্ধ করে দিয়েছে প্রশাসন। রাজস্থানেও কাক ও ময়ূরের মৃত্যুর পর আছে বার্ড ফ্লু অ্যালার্ট। মধ্যপ্রদেশে প্রাণীসম্পদ দফতর জানিয়েছে যে, বিভিন্ন জেলায় প্রায় ৪০০ টি কাকের মৃত্যু হয়েছে। তবে এই ভাইরাস পোলট্রিতে পাওয়া যায় না। এটি সম্পূর্ণ বায়ুবাহিত বলে জানিয়েছে প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584