নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা অতিমারীর রেশ এখনও কাটেনি, তার মধ্যেই আতংক ছড়াচ্ছে বার্ড ফ্লু বা এভিয়ন ফ্লু নিয়ে। দুশ্চিন্তায় দিল্লির পোলট্রি ব্যবসায়ীরা। বিক্রি কমেছে প্রায় ৫০% ।
দিল্লির এক ডিম বিক্রেতা জানিয়েছেন তাঁর দৈনিক বিক্রি ছিল ২০০-৩০০ ক্রেট ডিম, এখন তা দাঁড়িয়েছে ১০০-১৫০ ক্রেট। আইএনএ মার্কেটের মুরগি বিক্রেতা রাজেশ বলছেন মাত্র দুদিনের মধ্যে তাঁর দৈনিক বিক্রি ১০ হাজার টাকা থেকে কমে ২ হাজার টাকায় নেমে গিয়েছে।
আরও পড়ুনঃ গোটা দেশে বার্ড ফ্লুর আতঙ্ক, ডিম-মাংস খাওয়ায় বিশেষ নির্দেশিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
পোলট্রি ব্যবসায়ীরা জানাচ্ছেন এই অবস্থায় তাঁদের জীবিকা নির্বাহ করাই প্রবল সমস্যার মুখে। তাঁরা দোকানের ভাড়া দিতে পারছেন না এবং প্রভূত পরিমাণ আর্থিক ক্ষতির বোঝা মাথায় চাপছে তাঁদের।
এভিয়ন ইনফ্লুয়েঞ্জা নামের ভাইরাসের প্রকোপে মারা যাচ্ছে হাজারে হাজারে মুরগি। কেরালা, মধ্যপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ, হরিয়ানা ও গুজরাটে ব্যাপক আকারে ছড়িয়েছে বার্ড ফ্লু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584