নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ইতালির রাজধানী রোমে আতশবাজি জ্বালিয়ে বর্ষবরণের পর রাস্তায় শতশত পাখির মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। এই ঘটনাকে ‘গণহত্যার’ সঙ্গে তুলনা করেছে প্রাণী অধিকার রক্ষার আন্তর্জাতিক সংগঠন আইওপিএ।

স্কাই নিউজের খবরে জানানো হয়, রোমের প্রধান রেলওয়ে স্টেশনের কাছে বহু পাখি মারা পড়েছে। এদের মধ্যে অধিকাংশই স্টার্লিং পাখি। তবে ঠিক কী কারণে এত পাখি মারা গেল সে বিষয়ে ইতালি সরকার এখনও কোনো ব্যাখ্যা দেয়নি।
প্রাণি সুরক্ষাবিষয়ক আন্তর্জাতিক সংগঠন আইওপিএ দাবি করছে, গাছপালা ভরা অঞ্চলে ব্যাপক পরিমানে আতশবাজি পোড়ানোর কারণে পাখিদের এই করুণ পরিণতি হয়েছে।
আরও পড়ুনঃ অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার, ফের আন্তর্জাতিক উড়ান চালু সৌদি আরবে
সংগঠনের মুখপাত্র লোরেডানা ডিজিলিও বলছেন, প্রথমত পাখিগুলি ভয় থেকে মারা যেতে পারে। তাছাড়া বিকট শব্দ শুনে সবাই একসঙ্গে আকাশে উড়েছে। একে-অপরের সঙ্গে ধাক্কা খেয়েছে। জানালায় গিয়ে পড়েছে। বিদ্যুতের তারে বিঁধেছে। এমনকি, তারা হার্ট-অ্যাটাকেও মারা যেতে পারে পাখিগুলি।
করোনার প্রকোপ ঠেকাতে রোমে আতশবাজি নিষিদ্ধ করা হয়েছিল। রাত দশটা পর্যন্ত শহরে কারফিউ ছিল। এ ঘটনার পর প্রাণিদের সুরক্ষার জন্য আতশবাজি বিক্রি নিষিদ্ধের আহ্বান জানিয়েছে আইওপিএ-এর ইতালি শাখা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584