নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
করোনা পরিস্থিতির মধ্যেই ভারতে জন্মের হার সবচেয়ে বৃদ্ধি পেতে চলছে বলে জানিয়েছে দ্য ইউনাইটেড নেশনস চিলড্রেনস ফান্ড( ইউনিসেফ)। বুধবার রাষ্ট্রসংঘের এই সংস্থার তরফে জানানো হয়েছে যে, করোনা ভাইরাসের অতিমারিত্ব প্রকাশের পর বিশ্বজুড়ে প্রায় ১ হাজার ১৬০ লক্ষ শিশু জন্ম নেবে।
তার মধ্যে ১১ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২০০ লক্ষ শিশু ভূমিষ্ট হবে ভারতেই। ভারত ছাড়া চিনে ১৩০ লক্ষ, নাইজেরিয়ায় ৬০ লক্ষ পাকিস্থানে ৫০ লক্ষ এবং ইন্দোনেশিয়ায় ৪০ লক্ষ।
116 million babies will be born under the shadow of the #COVID19 pandemic, with many facing the harsh realities of overwhelmed health centres.
On behalf of mothers worldwide, we're calling for immediate investment in trained health workers to save lives. https://t.co/5V7bnVDrC6
— UNICEF (@UNICEF) May 7, 2020
একই সাথে ইউনিসেফ সর্তক করেছে, এই সব কয়টি দেশেই সদ্যোজাতর মৃত্যু সংখ্যাও বেশি ফলে করোনা আবহে আরও সর্তক থাকতে হবে দেশগুলিকে। ভারতে এই মুহূর্তে তৃতীয় দফার লকডাউন চলছে, যা গর্ভবতী মহিলাদের চিন্তার অন্যতম কারন হয়ে দাঁড়িয়েছে।
ইউনিসেফের মতে, করোনা পরিস্থিতিতে মাতৃত্বের স্বাদে বদল এলেও উদ্ভূত এই অবস্থা মেনে নিতে হবে সকলকে। এই মূহূর্তে সংক্রমনের ভয়ে বহু হাসপাতাল বন্ধ রয়েছে। আপৎকালীন পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়েছে। কয়েকটি দেশে চিকিৎসক স্বাস্থ্য কর্মীরা সংক্রামিত হয়ে পড়ায় বিঘ্ন ঘটছে পরিষেবায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584